জাবি ভর্তি পরীক্ষার ‘এফ’ ইউনিটের ফল প্রকাশ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০১৫-১৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘এফ’ ইউনিটের (আইন অনুষদ) ফল প্রকাশ করা হয়েছে। এই অনুষদে ছাত্রছাত্রী মিলিয়ে মোট ৫৫টি আসনের জন্য ৫৫২ পরীক্ষার্থী প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন।
আজ শুক্রবার সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রাথমিকভাবে নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে।
প্রকাশিত ফলে দেখা গেছে, ‘এফ’ ইউনিটে ছাত্রদের জন্য মোট ৩১টি আসনের বিপরীতে ৩১১ পরীক্ষার্থী প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন। অন্যদিকে একই ইউনিটে মেয়েদের জন্য মোট আসন রয়েছে ২৪টি, প্রাথমিকভাবে উত্তীর্ণ হয়েছেন ২৪১ জন।
বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (http://www.juniv.edu/admissionresults) ভিজিট করে পরীক্ষার ফল জানা যাবে।
প্রাথমিকভাবে নির্বাচিত ছাত্রদের মেধাতালিকা—
প্রাথমিকভাবে নির্বাচিত ছাত্রীদের মেধাতালিকা—
এ ছাড়া মোবাইল ফোনে মেসেজের মাধ্যমেও ভর্তি পরীক্ষার ফল জানা যাবে। সে ক্ষেত্রে মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে JU<Space>R<Space>Roll No লিখে ৯৯৩৩ নম্বরে এসএমএস পাঠাতে হবে। ফিরতি এসএমএসে পরীক্ষার ফল জানিয়ে দেওয়া হবে।
এর আগে গতকাল বৃহস্পতিবার দুপুর ২টা ৫৫ মিনিট থেকে বিকেল ৫টা ২০ মিনিট পর্যন্ত দুই শিফটে এই ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এ ছাড়া আগামীকাল ৩১ অক্টোবর সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত তিন ভাগে ‘সি-১’ বা আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ এবং দুপুর ২টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত দুই ভাগে ‘সি-২’ বা ইংরেজি বিভাগের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
১ নভেম্বর সকাল ৯টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত দুই ভাগে ‘সি-৩’ বা ইতিহাস বিভাগ, দুপুর ১২টা থেকে দুপুর ১টা পর্যন্ত ‘সি-৪’ বা দর্শন বিভাগ এবং দুপুর ২টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত দুই ভাগে ‘সি-৭’ বা বাংলা বিভাগ এর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
আগামী ২ নভেম্বর সকাল ৯টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত দুই ভাগে ‘সি-৮’ বা জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগ, দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত ‘সি-৬’ বা প্রত্নতত্ত্ব বিভাগ, দুপুর ২টা থেকে ৩টা পর্যন্ত ‘সি-৫’ বা নাটক ও নাট্যতত্ত্ব এবং বিকেল সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত ‘সি-৯’ বা চারুকলা বিভাগের ভর্তিপরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।