চুয়েটের তৃতীয় সমাবর্তন ২০ ডিসেম্বর
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) তৃতীয় সমাবর্তন আগামী ২০ ডিসেম্বর রোববার অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য তৃতীয় সমার্বতন অনুষ্ঠানে সভাপতিত্ব করতে সদয় সম্মতি দিয়েছেন বলে বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী পরিচালক (জনসংযোগ) ফজলুর রহমানের পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত থাকবেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিশিষ্ট প্রকৌশল শিক্ষাবিদ অধ্যাপক ড. জামিলুর রেজা চৌধুরী।
সমাবর্তনে ১৬ অক্টোবর ২০১২ তারিখ থেকে ৩০ নভেম্বর ২০১৫ তারিখের মধ্যে ডিগ্রিপ্রাপ্তদের সনদ দেওয়া হবে। চুয়েটের ওয়েবসাইটে (www.cuet.ac.bd/convocation2015) সমাবর্তন সম্পর্কিত যাবতীয় তথ্য জানা যাবে।
সমাবর্তন সম্পর্কিত যেকোনো বিষয়ে প্রয়োজনীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের নম্বর-০১৭২৫১২২৪৮৮ এর মাধ্যমে জানা যাবে। এ ছাড়া প্রয়োজনে চুয়েটের রেজিস্ট্রার কার্যালয়ের ‘সমাবর্তন হেল্প ডেস্ক’-এ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে। ইমেইল যোগাযোগ: [email protected] ।