১৭ নভেম্বর থেকে ঢাবিতে সংগীত উৎসব
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ‘সংগীত উৎসব-২০১৫’ শুরু হবে আগামী ১৭ নভেম্বর (মঙ্গলবার) থেকে । ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের উদ্যোগে দুইদিনব্যাপী এ উৎসবের আয়োজন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে এ উৎসব হবে।
আজ বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার (আর্টস) মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে বিভাগের চেয়ারম্যান মহসিনা আক্তার খানম (নীলা তাপসী) এ তথ্য জানান।
উৎসবের বিষয় বাংলাদেশের চলচ্চিত্রের গান। উৎসবে চলচ্চিত্রের গানের সোনালি সময়ের গীতিকার ও সুরকারদের ক্রেস্ট দেওয়া হবে। অনুষ্ঠানে সংগীত বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের পরিবেশনায় থাকছে ১৯৫৬ থেকে ২০১০ পর্যন্ত চলচ্চিত্রের উল্লেখযোগ্য গানের পরিবেশনা।
উৎসবে প্রধান অতিথি থাকবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। বিশেষ অতিথি হিসেবে থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নান। অতিথি শিল্পী হিসেবে উপস্থিত থাকবেন বাংলা চলচ্চিত্রের স্বনামধন্য শিল্পী খুরশিদ আলম ও আগুন।