জাবিতে গণিত অলিম্পিয়াড ২০ নভেম্বর
‘গণিতের যত ভয় শুরু করলেই জয়’ এ স্লোগানকে প্রতিপাদ্য করে আগামী ২০ নভেম্বর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বিজ্ঞান ক্লাব দ্বিতীয় বারের মতো আয়োজন করেছে গণিত অলিম্পিয়াড-২০১৫।
আজ মঙ্গলবার বিকেল কাল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতিতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংগঠনটির সভাপতি সাহাদাত হোসেন।
লিখিত বক্তব্যে সাহাদাত হোসেন জানান, সায়েন্স ক্লাব দ্বিতীয় বারের মতো ষষ্ঠ থেকে দশম শ্রেণির স্কুলের শিক্ষার্থীদের নিয়ে গণিত অলিম্পিয়াডের আয়োজন করেছে। এ বারের গণিত অলিম্পিয়াডে সাভার অঞ্চলের ৫০টি স্কুলের প্রায় এক হাজার ৬০০ শিক্ষার্থী অংশগ্রহণ করবে।এরই মধ্যে সব শিক্ষার্থীর মধ্যে পরীক্ষার প্রবেশপত্র সরবরাহ করা হয়েছে।
২০ নভেম্বর শুক্রবার সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের স্কুল অ্যান্ড কলেজে এ অলিম্পিয়াডের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং ৪ ডিসেম্বর শুক্রবার উত্তীর্ণদের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে।
সংবাদ সম্মেলনে সায়েন্স ক্লাবের উপদেষ্টা ও বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সভাপতি ড. মোহাম্মদ শাহেদুর রহমান, গণিত বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. আবদুর রব, সংগঠনটির সেক্রেটারি আবু সাঈদ, অফিস সম্পাদক সবুজ সরকার শুভ, কোষাধ্যক্ষ মোস্তাফিজুর রহমান সুমনসহ ক্লাবের নেতারা উপস্থিত ছিলেন।
জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি সায়েন্স ক্লাব স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানের জ্ঞানকে বিকশিত করা এবং বিজ্ঞানের প্রতি তাদের ভালোবাসা সৃষ্টি করার লক্ষ্যে ২০১৪ সালে প্রথম বারের মতো গণিত অলিম্পিয়াডের আয়োজন করেছিল। প্রথমবার প্রায় ৭৫০ শিক্ষার্থী গণিত অলিম্পিয়াডে অংশ নেয়।