রাবিতে ‘চাকরি মেলা’ শুরু
রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের (আরইউসিসি) আয়োজনে দুদিনব্যাপী ‘জব ফেয়ার’ শুরু হয়েছে। আজ শনিবার সকাল ১০টায় শুরু হওয়া এই মেলা চলবে আগামীকাল রোববার বিকেল ৫টা পর্যন্ত।
বিশ্ববিদ্যালয়ের শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্র (টিএসসিসি) চত্বরে বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মুহম্মদ মিজানউদ্দিন। এ সময় তিনি বলেন, ‘আমাদের শিক্ষার্থীরা প্রান্তিকতা ও যোগাযোগের কারণে অবমূল্যায়িত হয়। আজকের এই মেলার মাধ্যমে তা কিছুটা হয়তো কমে আসবে।’
উপাচার্য আরো বলেন, ‘আমরা আমাদের শিক্ষার্থীদের তাদের লক্ষ্যে পৌঁছে দিতে চাই। আর যদি সেটা না পারি তাহলে তাদের কাছে দেশপ্রেম কিংবা আরো ভালোকিছু প্রত্যাশা করতে পারি না। যদি শিক্ষার্থীরা হতাশা, মাদকাসক্ত হয়ে পড়ে তাহলে তাদের উদ্দেশে বক্তৃতা দিয়ে কোনো লাভ নেই।’
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. চৌধুরী সারওয়ার জাহান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ছাদেকুল আরেফিন মাতিন, প্রক্টর অধ্যাপক ড. তারিকুল হাসান, জনসংযোগ দপ্তরের অধিকর্তা অধ্যাপক ড. ইলিয়াছ হোসেন, বিজনেস স্টাডিজ অনুষদের অধিকর্তা অধ্যাপক ড. আমজাদ হোসেন, সংগঠনটির উপদেষ্টা কে এম সাব্বির হাসান, অমিতাভ সাহা, সংগঠনটির সভাপতি সালেক আহমেদ সজীব, প্রতিষ্ঠাতা সভাপতি সায়েদ আবদুল্লাহ শাওন প্রমুখ।
দুদিনব্যাপী চাকরি মেলায় দেশের স্বনামধন্য প্রায় ২০টি কোম্পানি অংশ নিয়েছে। এ মেলায় অংশগ্রহণকারী কিছু কোম্পানি সরাসরি সিভি (জীবনবৃত্তান্ত) সংগ্রহ, বাছাই ও ইন্টারভিউ গ্রহণের মাধ্যমে ‘অনস্পট’ চাকরির প্রস্তাব দেবে। এ ছাড়া অন্য কোম্পানিগুলো সিভি সংগ্রহ, বাছাই, ইন্টারভিউ গ্রহণ করবে এবং পরবর্তী সময়ে প্রধান কার্যালয় থেকে অগ্রাধিকার ভিত্তিতে নিয়োগ দেবে।
এ ছাড়া ক্যারিয়ার উন্নয়নবিষয়ক নয়টি সেমিনার অনুষ্ঠিত হবে। বিভিন্ন ক্ষেত্রে চাকরির বাজার সম্পর্কে সর্বশেষ তথ্য, প্রস্তুতির উপায় ও ভবিষ্যৎ সম্ভাবনা সম্পর্কে বিস্তারিত তথ্য দেবেন বিভিন্ন কোম্পানির হিউম্যান রিসোর্স (এইচআর) বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তারা।
মেলা শেষে আগামীকাল রোববার বিকেল বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে সমাপনী অনুষ্ঠান, আলোচনা সভা, ক্রেস্ট প্রদান এবং সাংস্কৃতিক অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে।