বালিয়াটি জমিদারবাড়িতে ইউডার শিক্ষার্থীরা
হয়ে গেল ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভের (ইউডা) যোগাযোগ ও গণমাধ্যম শিক্ষা বিভাগের (সিএমএস) শিক্ষা সফর-২০১৫।
সিএমএস কালচারাল ফোরামের (সিসিএফ) আয়োজনে গত ২১ নভেম্বর শিক্ষা সফরে মানিকগঞ্জের বালিয়াটি জমিদারবাড়িতে যান বিভাগের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা।
প্রায় ১২০ জন শিক্ষার্থী জমিদারবাড়ির ওপর বিভিন্ন তথ্য ও ছবি সংগ্রহ করেন। এসব দিয়ে বিশেষ প্রতিবেদন ও প্রামাণ্যচিত্র নির্মাণ করেন তাঁরা।
সিএমএস বিভাগের সমন্বয়ক (প্রশাসন) ড. মো. মফিদুল আলম খান জানান, সফলভাবে তাঁদের শিক্ষা সফর সম্পন্ন হয়েছে। জমিদারবাড়িটি একটি প্রাচীন ও ঐতিহাসিক স্থান, এখান থেকে শিক্ষার্থীরা অনেক অজানা তথ্য সংগ্রহ করেছে।
খুব শিগগির জমিদারবাড়ি নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র ও বিশেষ প্রতিবেদন নিয়ে একটি সেমিনার ও প্রদর্শনীর আয়োজন করা হবে বলে জানান তিনি।
এ সময় সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের এ পুনর্মিলনীতে আসতে পেরে আনন্দ প্রকাশ করেন ইউডা বোর্ড অব ট্রাস্টির সদস্য ও সিএমএস বিভাগের সিনিয়র লেকচারার খাজা জিয়া উদ্দিন।