সভাপতি মিনহাজুল, সম্পাদক সুহান
রাবি ছাত্র ইউনিয়নের নতুন কমিটি
মিনহাজুল আবেদিনকে সভাপতি ও সাইদুজ্জামান সুহানকে সাধারণ সম্পাদক করে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্র ইউনিয়নের ১৭ সদস্যের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
গতকাল শুক্রবার ২৯তম সম্মেলনের দ্বিতীয় দিনে বিশ্ববিদ্যালয়ের রাকসু ভবনের সামনে ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি লাকী আক্তার এ কমিটি ঘোষণা করেন।
এ সময় উপস্থিত ছিলেন রাবি ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি অ্যাডভোকেট আবু সায়েম, সদ্য বিদায়ী সভাপতি আয়াতুল্লাহ খোমেনী।
বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয়ে দুদিনব্যাপী ছাত্র ইউনিয়নের এ সম্মেলন শুরু হয়। সম্মেলনের প্রথম দিনে ছাত্র ইউনিয়নের সাবেক ও বর্তমান নেতারা সাম্রাজ্যবাদ-জঙ্গিবাদ-শিক্ষাবাণিজ্য প্রতিরোধে কাজ করার শপথ নেন।