নর্দান বিশ্ববিদ্যালয়ে এইচআর ম্যানেজারদের সেমিনার
নর্দান বিশ্ববিদ্যালয় বাংলাদেশের ব্যবসায় প্রশাসন অনুষদ এবং বিজনেস এক্সপ্রেস-এর যৌথ সমন্বয়ে বিশ্ববিদ্যালয়ের ধানমণ্ডির ক্যাম্পাসে এক সেমিনার অনুষ্ঠিত হয় গত ২৬ নভেম্বর। সেমিনারে বাংলাদেশের বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানের প্রায় ৫০ জন এইচআর ব্যবস্থাপক অংশ নেন।
অনুষ্ঠানে ডিবিএল গ্রুপের এক্সিকিউটিভ ডিরেক্টর, এইচআর এম সাব্বির আলী বাংলাদেশে আন্তর্জাতিক প্রেক্ষাপটের চলমান এইচআর পলিসি নিয়ে মন্তব্য করেন। সম্মিলিত আলোচনায় উঠে আসে, আমাদের বর্তমান শিক্ষাব্যবস্থায় শুধু থিওরি পড়ানো হয়, সেখানে অভাব রয়েছে হাতেকলমে শিক্ষার। অনুষ্ঠানে দিলরুবা শারমিন খান, হেড অব এইচআর অব ব্র্যাক আইটি সার্ভিসেস লিমিটেড, মো. মাসুদ রাইহান, ম্যানেজার ওডিএস এইচআর স্ট্র্যাটেজি অব দ্য সিটি ব্যাংক লিমিটেড বক্তব্য রাখেন। আলোচনায় আরো উঠে আসে, উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠান এবং করপোরেট প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত না থাকার কারণে আমাদের গ্র্যাজুয়েটরা যথাযথ ফল বের করতে পারছে না। তাঁরা বলেন, উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানের একান্ত জরুরি হলো তাদের গ্র্যাজুয়েট করপোরেট কালচারের জন্য সঠিকভাবে গড়ে তোলা। সঙ্গে সঙ্গে তাঁরা মত প্রকাশ করেন, করপোরেট উচ্চপদস্থ কর্মকর্তাদের অভিজ্ঞতা উচ্চ শিক্ষাব্যবস্থায় কাজে লাগানো। তাঁরা এটিচিউড এবং এম্পলয়েবিলিটি স্কিলের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
অন্যদের মধ্যে আলোচনায় অংশ নেন নর্দান বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. আনোয়ারুল করিম, অনুষদের ডিন অধ্যাপক মোস্তফা কামাল, অনুষদের উপদেষ্টা অধ্যাপক ড. সামসুল হক, মো. লুৎফর রহমান, পরিচালক, সিএমডিএর, ড. মোহাম্মদ ইকরামুল ইসলাম, হেড, ডিবিএ এবং ফাইজুল্লাহ কৌশিক, জয়েন্ট রেজিস্ট্রার, নর্দান বিশ্ববিদ্যালয়। এই অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার ছিল এনটিভি অনলাইন। প্রেস বিজ্ঞপ্তি।