ঢাবিতে বিজয় র্যালি মঙ্গলবার
মহান বিজয় দিবস উপলক্ষে ‘যুদ্ধাপরাধীমুক্ত বাংলাদেশ চাই’ শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) আগামী মঙ্গলবার অনুষ্ঠিত হবে বিজয় র্যালি।
আজ রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অফিস থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কর্মসূচি অনুযায়ী, বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যদের অংশগ্রহণে ওই দিন সকাল ১০টায় জমায়েত হয়ে সাড়ে ১০টায় অপরাজেয় বাংলা থেকে বিজয় র্যালি আরম্ভ হয়ে সোহরাওয়ার্দী উদ্যানের স্বাধীনতা চত্বরে গিয়ে শেষ হবে। এরপর স্বাধীনতা চত্বরে সংগীত বিভাগের উদ্যোগে অনুষ্ঠিত হবে মুক্তির গান, বিজয়ের গান।