‘শিক্ষকদের প্রতিবন্ধীবান্ধব বিশেষ প্রশিক্ষণে প্রশিক্ষিত হতে হবে’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সহিদ আকতার হুসাইন বলেছেন, শুধু প্রতিবন্ধীবান্ধব ক্যাম্পাস হলেই হবে না। শিক্ষকদেরও প্রতিবন্ধীবান্ধব বিশেষ প্রশিক্ষণে প্রশিক্ষিত হতে হবে।
আজ বৃহস্পতিবার আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষে ঢাবিতে অনুষ্ঠিত ‘ডিসএবল ফ্রেন্ডলি ক্যাম্পাস ফর ইনক্লুসিভ এডুকেশন’ শীর্ষক এক সেমিনারে ড. সহিদ আকতার এক কথা বলেন।
বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার (আর্টস) মিলনায়তনে ফিজিক্যালি চ্যালেঞ্জড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (পিডিএফ) ঢাকা বিশ্ববিদ্যালয় ইউনিটের উদ্যোগে এ সেমিনারের আয়োজন করা হয়।
সেমিনার শুরু হওয়ার আগে প্রতিবন্ধী শিক্ষার্থীদের নিয়ে ক্যাম্পাসে একটি র্যালি বের করা হয়। র্যালিটি ছাত্র-শিক্ষক কেন্দ্র থেকে শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে আর সি মজুমদার মিলনায়তনে এসে শেষ হয়।
সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে ড. সহিদ বলেন, ‘প্রতিবন্ধীরা আমাদের মতোই মানুষ। প্রত্যেকটি স্বাভাবিক মানুষের মতো ওদেরও অনেক সম্ভাবনা আছে। আমাদের কর্তব্য হলো তাদের অধিকার নিশ্চিত করে সম্ভাবনা কাজে লাগানোর সুযোগ করে দেওয়া।’ তিনি আরো বলেন, ‘প্রতিবন্ধীবান্ধব ক্যাম্পাস গড়তে হলে সেখানে প্রতিবন্ধীবান্ধব শৌচাগার, প্রতিবন্ধীবান্ধব উন্নত সরঞ্জমাদির ব্যবস্থা করতে হবে। দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য লেখকের ব্যবস্থা করতে হবে। শুধু তাই নয়, শিক্ষকদেরও প্রতিবন্ধীবান্ধব বিশেষ প্রশিক্ষণে প্রশিক্ষিত হতে হবে।’
সেমিনারে বক্তব্য দেন লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ফেরদৌস জাহান, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক আব্দুল আউয়াল খান, অধ্যাপক তারেক আহসান, অধ্যাপক শারমিন হক, সহকারী অধ্যাপক মাহবুবুর রহমান প্রমুখ।