‘উপযুক্ত পরিবেশ পেলে প্রতিবন্ধীরাও যোগ্যতার বিকাশ ঘটাতে পারবে’
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন বলেছেন, উপযুক্ত পরিবেশ পেলে প্রতিবন্ধীরাও যোগ্যতার বিকাশ ঘটাতে পারবে। তাই তাদের অবহেলা করা উচিত নয়।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বিশ্ব প্রতিবন্ধী দিবস-২০১৫ উপলক্ষে আজ শনিবার সকালে বিশ্ববিদ্যালয়ে শহীদ মিনারের পাদদেশে এক সমাবেশে অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন এ কথা বলেন।
ফিজিক্যালি চ্যালেঞ্জড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (পিডিএফ) জাবি শাখার উদ্যোগে সকালে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের নতুন কলাভবন হয়ে অমর একুশের পাদদেশে এসে শেষ হয়।
সংগঠনের উপদেষ্টা অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘প্রতিবন্ধীদের অবহেলা করা উচিত নয়। কারণ, আমরা যারা সুস্থ আছি তারাও যে কোনো সময় তাদের মতো অক্ষম হয়ে যেতে পারি। প্রতিবন্ধীরা বোঝা নয়। উপযুক্ত পরিবেশ পেলে তারাও তাদের যোগ্যতার বিকাশ ঘটাতে পারবে।’
পিডিএফ জাবি শাখার প্রধান উপদেষ্টা অধ্যাপক এ টি এম আতিকুর রহমান বলেন, ‘কাউকে প্রতিবন্ধী হিসেবে দেখার কোনো সুযোগ নেই। যাদের একটু শারীরিক সমস্যা রয়েছে, আমরা তাদের পাশে থাকলে তারা কোনোভাবেই তাদের সমস্যার কথা বুঝতে পারবে না।’
প্রতিবন্ধী শিক্ষার্থীদের কথা মাথায় রেখে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভবনের ওঠানামার জন্য বিশেষ নকশা অনুসরণ করার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান বক্তারা।
এ কর্মসূচিতে প্রত্নতত্ত্ব বিভাগের সভাপতি অধ্যাপক মোহাম্মদ মোকাম্মেল এইচ ভূঁইয়া, আইবিএ-জেইউর অধ্যাপক কামরুল আরেফিন, আইন ও বিচার বিভাগের সভাপতি মো. রবিউল ইসলাম, পিডিএফ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মামুনুর রশিদ, হাসানুল বান্না, ইফতেখারুল আরেফিন, পিডিএফ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি কাউসার হামিদ, সাধারণ সম্পাদক মো. সুমন আলী প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ফিজিক্যালি চ্যালেঞ্জড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (পিডিএফ) নামক এই সংগঠনটি ২০০৮ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে যাত্রা শুরু করে। বর্তমানে দেশের ১৩টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে প্রতিবন্ধী শিক্ষার্থীদের অধিকার আদায়ে কাজ করছে সংগঠনটি।