জাবির সরকার ও রাজনীতি বিভাগের পুনর্মিলনী উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
জাহাঙ্গীনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের দ্বিতীয় পুনর্মিলনী আগামী ৮ জানুয়ারি অনুষ্ঠিত হবে। আসন্ন পুনর্মিলনী উপলক্ষে আজ শনিবার দিনব্যাপী একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। প্রস্তুতি সভায় বিভাগের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বিভাগীয় সভাপতি ও পুনর্মিলনী আয়োজক কমিটির আহ্বায়ক বশির আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় পুনর্মিলনী অনুষ্ঠান উপলক্ষে বিভিন্ন উপকমিটি গঠন করা হয়।
প্রস্তুতি সভার পাশাপাশি বিভাগের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা নিজেদের মধ্যে প্রাণবন্ত আড্ডায় মেতে ওঠেন। এসবের মধ্যেই বিভাগের আয়োজনে মধ্যাহ্নভোজের পর্বও সেরে ফেলেন তাঁরা।
এদিকে এরই মধ্যে পুনর্মিলনীতে অংশগ্রহণের রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এখন অপেক্ষা শুধুই ৮ জানুয়ারির জন্য, যেদিন আবারও প্রাণের ক্যাম্পাসে মেতে উঠবেন বিভাগটির প্রবীণ থেকে নবীনতম শিক্ষার্থীরাও।