জাবিতে বার্ষিক উদ্ভিদবিজ্ঞান সম্মেলন সম্পন্ন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) দুই দিনব্যাপী ‘বার্ষিক উদ্ভিদবিজ্ঞান সম্মেলন’ শেষ হয়েছে। শনিবার সম্মেলনের শেষ দিন উদ্ভিদবিজ্ঞানকে কাজে লাগিয়ে প্রকৃতি ও জীবজগতের উন্নয়ন সাধনের অঙ্গীকার করেন অংশগ্রহণকারীরা।
বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে অনুষ্ঠিত এ সম্মেলনের আয়োজন করে উদ্ভিদবিজ্ঞান বিভাগ। সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন সম্মেলন ব্যবস্থাপনা কমিটির সচিব ও বিভাগীয় অধ্যাপক ফিরোজা হোসেন। সম্মেলনে অংশ নেওয়া অতিথিরা সম্মেলনস্থলে সাজানো স্টলগুলো ঘুরে দেখেন।
সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মনিরুজ্জামান খন্দকার। এর ওপর আলোচনা করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এম মাহফুজুর রহমান এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. আতিকুর রহমান। এ ছাড়া সারসংক্ষেপ উপস্থাপন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মো. মাহবুবুর রহমান।
সম্মেলনের বিভিন্ন সেশনে সভাপতিত্ব করেন যথাক্রমে অধ্যাপক ড. কাজী আবদুল ফাত্তাহ, অধ্যাপক ড. শেখ শামীমুল আলম, অধ্যাপক ড. আবুল খায়ের, অধ্যাপক ড. আবদুল আজিজ, অধ্যাপক ড. এম আজিজুর রহমান, অধ্যাপক ড. এম মাহফুজুর রহমান, অধ্যাপক ড. জাহেদ উদ্দিন মাহমুদ খান, অধ্যাপক ড. মো. আবুল বাশার প্রমুখ।
এদিন সন্ধ্যায় ‘বাংলাদেশ বোটানিক্যাল সোসাইটি’র সদস্যদের অংশগ্রহণে বিজনেস সেশন অনুষ্ঠিত হয়। পরে সন্ধ্যায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও রাতে নৈশভোজের মধ্য দিয়ে দুই দিনব্যাপী এ সম্মেলন শেষ হয়। এ সময় বিভাগীয় সভাপতি অধ্যাপক তালিম হোসেনসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন। এতে উদ্ভিদবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা তাঁদের পারদর্শিতা প্রদর্শন করেন।
এর আগে শুক্রবার সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি।