বিওয়াইইআইয়ের উদ্যোগে জাতীয় পরিবেশ অলিম্পিয়াড
বাংলাদেশ ইয়ুথ এনভায়রনমেন্টাল ইনিশিয়েটিভের আয়োজনে (বিওয়াইইআই) চতুর্থ বারের মতো সারা দেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় পরিবেশ অলিম্পিয়াড। এবারের স্লোগান ‘টেকসই উন্নয়নের জন্য বিশুদ্ধ পানি’। মার্কিন দূতাবাসের সহযোগিতায় ২৬ ডিসেম্বর অলিম্পিয়াডের বিভাগীয় প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
বিভাগগুলো হলো: ঢাকা, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, রংপুর, বরিশাল, খুলনা ও চট্টগ্রাম। অষ্টম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা এ অলিম্পিয়াডে অংশ নিতে পারবে। অলিম্পিয়াডে পরিবেশ ও বিজ্ঞানভিত্তিক প্রশ্ন করা হবে, যেখানে ভূগোল, আবহাওয়া, দুর্যোগ, জ্যোতির্বিজ্ঞান ও পরিবেশ বিভাগে শিক্ষার্থীদের ধারণার পরীক্ষা নেওয়া হবে। প্রাথমিক পর্বে এক ঘণ্টার পরীক্ষায় মোট ৮০টি নৈর্ব্যক্তিক ও বিশ্লেষণধর্মী প্রশ্নের উত্তর দিতে হবে।
জাতীয় পরিবেশ অলিম্পিয়াড বিওয়াইইআইর এমন একটি উদ্যোগ যেখানে ভবিষ্যৎ পরিবেশ কাণ্ডারীরা এক ছাতার নিচে জড়ো হন, যা ভবিষ্যতের পরিবেশ ধারণা ও চ্যালেঞ্জের সমাধান খোঁজার আয়োজন। পরিবেশ অলিম্পিয়াডের প্রতিযোগিতার মাধ্যমে শুধু পরিবেশ বিষয়ে শুধু মেধাবীদেরই খোঁজা হবে না, বরং প্রতিযোগীদের গ্রিন ডে ট্রেনিংয়ের মাধ্যমেও পরিবেশ সচেতনতা ও উন্নয়ন বিষয়ে আরো আগ্রহী ও উদ্যোগী করে তোলা হবে। এ প্রশিক্ষণের মাধ্যমে তরুণ শিক্ষার্থীরা জলবায়ু পরিবর্তন ও পরিবেশ চ্যালেঞ্জে আগ্রহী হওয়ার পাশাপাশি স্থানীয় পরিবেশ সমস্যার সমাধানেও উদ্যোগী হতে পারবে। দিনব্যাপী গ্রিন ডে ট্রেনিং শেষে কার্যকরী পরিকল্পনার মাধ্যমে তারা স্থানীয় পরিবেশ সমস্যাকে চিহ্নিত করতে সক্ষম হবে।
বিভাগীয় প্রতিযোগিতার বিজয়ী শিক্ষার্থীরা জাতীয় পরিবেশ অলিম্পিয়াডের মহাযুদ্ধের আয়োজনে অংশ নিতে পারবে। আর সবশেষে জাতীয় প্রতিযোগিতায় বিজয়ী দল জাপানে অনুষ্ঠিতব্য ইন্টারন্যাশনাল আর্থ সায়েন্স অলিম্পিয়াডে(আইইএসও) অংশ নেওয়ার সুযোগ পাবে। নিবন্ধন করতে হবে www.byei.org/neo ওয়েবসাইট ঠিকানায়।
‘জাতীয় পরিবেশ অলিম্পিয়াড’ প্রতিযোগিতার এই ৪র্থ আসরে মিডিয়া পার্টনারের ভূমিকায় থাকছে এনটিভি অনলাইন।
বিওয়াইইআই সম্বন্ধে
পরিবেশ ইস্যুতে বাংলাদেশের তরুণদের সচেতনতা বৃদ্ধি এবং সমস্যার সমাধানে উদ্যোগী করতে তুলতে কাজ করছে বাংলাদেশ ইয়ুথ এনভায়রনমেন্টাল ইনিশিয়েটিভ (বিওয়াইইআই)। এটি পুরোপুরিভাবে একটি অলাভজনক প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে। বিওয়াইইআই বাংলাদেশে একটি টেকসই পরিবেশ ভবিষ্যৎ নিশ্চিত করার জন্য সমান্তরাল কাজ করছে যা পরিবেশবিষয়ক ক্লাবগুলোর সাথে একটি গ্রিড তৈরি করে তাদের সাথে সমন্বয়ও করছে। ভাবনা বিনিময় ও শ্রমের মাধ্যমে ভবিষ্যৎ নেতৃত্ব তৈরিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বিওয়াইইআই।
যোগাযোগের ঠিকানা
বাংলাদেশ ইয়ুথ এনভায়রনমেন্টাল ইনিশিয়েটিভ
বাড়ি: ২, সড়ক: ১/এ, ব্লক: জে, বারিধারা, ঢাকা-১২১২, বাংলাদেশ
ওয়েবসাইট: www.byei.org/neo