নীল দলের নিরঙ্কুশ জয়
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শিক্ষক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে আওয়ামী সমর্থিত নীল দল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছে। ১৫টি পদের মধ্যে তাঁরা ১৪টিতে জয়ী হয়েছেন।
অন্যদিকে বিএনপি-জামায়াত সমর্থিত সাদা দল এবং বাম সমর্থিত গোলাপি দলের ভরাডুবি হয়েছে। গোলাপি দল কোনো পদে জয়ী হতে না পারলেও সাদা দল একটি পদে জয়ী হয়েছে।
আজ রোববার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ক্লাবে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত নির্বাচনের ভোট নেওয়া হয়। নির্বাচনে মোট ভোটার ছিলেন এক হাজার ৯৫০ জন। এর মধ্যে এক হাজার ৪৬৭ জন ভোট দেন। ১৫টি কার্যকরী পরিষদ পদের বিপরীতে নির্বাচনে তিনটি প্যানেল ও একজন স্বতন্ত্র প্রার্থীসহ মোট ৩৯ জন প্রার্থী লড়াই করেন। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক শরিফ উল্লাহ ভূঁইয়া।
এ বছর সভাপতি পদে তৃতীয়বারের মতো জয়ী হয়েছেন অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ (নীল দল)। তিনি পেয়েছেন ৯১৭ ভোট। আর সাধারণ সম্পাদক পদে জয়ী হয়েছেন ড. এ এস এম মাকসুদ কামাল (নীল দল)। তিনি পেয়েছেন ৮৬৬ ভোট।
নীল দলের বিজয়ী প্রার্থীরা হলেন সহসভাপতি পদে উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. ইমদাদুল হক (৭২৬ ভোট), যুগ্ম সম্পাদক পদে ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক নীলিমা আকতার (৭২০ ভোট) ও কোষাধ্যক্ষ পদে ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. শিবলী রুবাইয়াতুল ইসলাম (৮৬৬ ভোট)।
এ ছাড়া নীল দলের পক্ষে ১০ জন সদস্য পদের প্রার্থীর মধ্যে নয়জন জয়ী হয়েছেন। তাঁরা হলেন কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আক্তারুজ্জামান, টেলিভিশন অ্যান্ড ফিল্ম স্ট্যাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক শফিউল আলম ভূঁইয়া, ক্রিমিনিলোজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক জিয়াউর রহমান, পুষ্টি ও খাদ্যবিজ্ঞান বিভাগের অধ্যাপক নিজামুল হক ভূঁইয়া, আইন বিভাগের অধ্যাপক রহমত উল্লাহ, অণুজীব বিজ্ঞান বিভাগের অধ্যাপক সাবিতা রেজওয়ানা রহমান, রসায়ন বিভাগের অধ্যাপক ড. আফতাব আলী শেখ, গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. চন্দ্রনাথ পোদ্দার এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক লাফিফা জামাল।
সদস্য পদে বিজয়ী বিএনপি-জামায়াত সমর্থিত একমাত্র বিজয়ী প্রার্থী হলেন ইন্টারন্যাশনাল হলের প্রভোস্ট অধ্যাপক লুৎফর রহমান।