যবিপ্রবি শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ
শিক্ষার্থীদের আন্দোলনের মুখে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ছাত্রছাত্রীদের দুটি হল বন্ধ ঘোষণা করা হয়েছে। আজ রোববার সন্ধ্যা ৬টার মধ্যে ছাত্রদের এবং আগামীকাল সোমবার বেলা ১০টার মধ্যে ছাত্রীদের হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।
তবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আবদুস সাত্তার বলেছেন, ১৫ ও ১৭ ডিসেম্বর স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই পরীক্ষা যাতে নির্বিঘ্নে নেওয়া যায়, সে কারণেই ছাত্রছাত্রীদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া আগামী ৩ জানুয়ারি পর্যন্ত সব ক্লাস, পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরিস্থিতি বিবেচনা করে ৩ জানুয়ারি পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান উপাচার্য।
যবিপ্রবিতে দুটি হল রয়েছে। শহীদ মসিয়ুর রহমান হলে ৫৫০ ছাত্র এবং শেখ হাসিনা হলে ৫০০ ছাত্রী থাকেন।
বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে উত্ত্যক্তের জের ধরে সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষের ঘটনা ঘটে। এ ব্যাপারে গ্রামবাসীকে উসকানি দেওয়ার অভিযোগে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাকর্মী বদি-উজ-জামানকে বরখাস্তের দাবিতে গত বৃহস্পতিবার থেকে আন্দোলন করে আসছিলেন শিক্ষার্থীরা।
উপাচার্য বলেন, ক্লাস পরীক্ষা স্থগিত ও শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেওয়া হলেও ১৫ ও ১৭ ডিসেম্বর স্নাতকের ভর্তি পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে।