গাজীপুরে বর্ধিত ফি প্রত্যাহারের দাবিতে মহাসড়ক অবরোধ
গাজীপুরের কোনাবাড়ী এলাকায় এমইএইচ আরিফ কলেজের শিক্ষার্থীরা এইচএসসি পরীক্ষার বর্ধিত ফি প্রত্যাহারের দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক দুই ঘণ্টা অবরোধ করে বিক্ষোভ করেছে। এ সময় ওই মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।
শিক্ষার্থীরা জানায়, আসন্ন এইচএসসি পরীক্ষার ফি হিসেবে বোর্ড নির্ধারিত দুই হাজার টাকার পরিবর্তে অতিরিক্ত ১০ হাজার টাকা নেওয়া হচ্ছে। এতে কলেজের ছয়টি শাখার পাঁচ শতাধিক শিক্ষার্থী বিপাকে পড়েছে। অতিরিক্ত ফি প্রত্যাহারের দাবিতে কর্তৃপক্ষের কোনো সাড়া না পেয়ে আজ তারা বেলা আড়াইটা থেকে সাড়ে ৪টা পর্যন্ত দুই ঘণ্টা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ করে।
এতে ওই সড়কে দীর্ঘ সময় যানবাহন চলাচল বন্ধ থাকার কারণে মারাত্মক যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।