‘আন্দোলন বেতনের নয়, মর্যাদার’
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক ফেডারেশনের সভাপতি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেছেন, ‘আমরা বেতনের জন্য আন্দোলন করছি না, মর্যাদার জন্য লড়াই করে যাচ্ছি। যে জাতি শিক্ষকদের মর্যাদা দিতে পারে না, সে জাতি উন্নতি করতে পারে না।’
আজ রোববার বেলা ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিচার্স ক্লাবে শিক্ষক ফেডারেশনের উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলনে অধ্যাপক ফরিদ এসব কথা বলেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বলেন, ‘আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে, মর্যাদার লড়াইয়ে কোনো ছাড় দেওয়া হবে না। প্রয়োজনে কঠোর আন্দোলনে যাব।’ অর্থমন্ত্রীর পদত্যাগ দাবি করে তিনি বলেন, ‘অর্থমন্ত্রী আমাদের বারবার আশ্বাস দিয়ে যাচ্ছেন। কিন্তু তাতে কোনো ফল পাইনি। তাঁর পাশে এমন কিছু লোক ঘাপটি মেরে বসে আছেন, যারা সরকারকে বিপদে ফেলতে এবং দেশকে অস্থিতিশীল করার জন্য নতুন নীলনকশা দাঁড় করাচ্ছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অবমাননা করার জন্য তারা প্রাণান্তকর চেষ্টা চালাচ্ছে।’
বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য অষ্টম জাতীয় বেতন কাঠামোতে অর্থমন্ত্রী প্রদত্ত প্রতিশ্রুতিগুলো পূরণ ও অসংগতি দূর করার দাবিতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে আগামী ২ জানুয়ারির মধ্যে শিক্ষকদের দাবি-দাওয়া মানা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়।
ফেডারেশনের মহাসচিব অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বলেন, ‘অর্থমন্ত্রী একেক সময় একেক ধরনের কথা বলছেন। কোনো প্রতিশ্রুতিতেই তিনি স্থির থাকেন না। তাঁর উচিত এ পদ থেকে সরে দাঁড়ানো। ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিও মনে করে, সরকারের স্থিতিশীলতা রক্ষার্থে বয়োজ্যেষ্ঠ এ ব্যক্তিকে গুরুত্বপূর্ণ এ পদে বহাল রাখা না হোক।’