রাবি শিক্ষকের শাস্তির দাবিতে ছাত্রলীগের বিক্ষোভ অব্যাহত
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষকের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ তুলে তাঁর শাস্তির দাবিতে আন্দোলন অব্যাহত রেখেছে ছাত্রলীগের নেতা-কর্মীরা। সোমবার মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড রাবি শাখার ব্যানারে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে তারা।
দুপুর ১টায় ছাত্রলীগের নেতা-কর্মীরা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে ক্যাম্পাস প্রদক্ষিণ করে পুনরায় সেখানে ফিরে আসে। পরে সেখানে তারা সংক্ষিপ্ত সমাবেশ করে। এ সময় তারা অভিযুক্ত শিক্ষকের অনতিবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
সমাবেশে উপস্থিত ছিলেন রাবি ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান রানা, সহসভাপতি আতিকুর রহমান সুমন, তম্ময়ানন্দ অভি, যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান পলাশ, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাবেক সদস্য সাইদুল ইসলাম রুবেল, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড রাবি শাখার সভাপতি হাবিবুর রহমান প্রমুখ।
এর আগে গত ২০ ডিসেম্বর থেকে অভিযুক্ত শিক্ষকের শাস্তির দাবিতে ক্যাম্পাসে মানববন্ধন, গণস্বাক্ষর, বিক্ষোভ-মিছিল ও সমাবেশ করে আসছে সংগঠনটির নেতা-কর্মীরা।
বিপরীতে গত ২২ ডিসেম্বর এই অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা আখ্যা দিয়ে অভিযোগকারী ছাত্রীর শাস্তির দাবিতে রোকেয়া হলের আবাসিক দুজন শিক্ষক, ১০ জন কর্মকর্তা-কর্মচারী এবং ১৬৫ জন ছাত্রীর স্বাক্ষর সংবলিত একটি প্রতিবাদলিপি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দিয়েছে। এদিকে প্রভোস্ট কাউন্সিলও অভিযুক্ত শিক্ষককে নির্দোষ দাবি করে প্রশাসনকে চিঠি দিয়েছে।
অভিযুক্ত শিক্ষক বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক এবং বেগম রোকেয়া হলের আবাসিক শিক্ষক। অভিযোগকারী শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের ভাষা বিভাগের (উর্দু) প্রথম বর্ষের ছাত্রী। তিনি অতিথি কার্ড নিয়ে বেগম রোকেয়া হলে থাকেন।