অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা বিশ্ববিদ্যালয় শিক্ষকদের
অষ্টম জাতীয় বেতন কাঠামোয় সিলেকশন গ্রেড বহাল ও গ্রেড সমস্যা নিরসনের দাবিতে ১১ জানুয়ারি থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করবেন সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। এ সময় ক্লাস-পরীক্ষা ও সান্ধ্যাকালীন কোর্সগুলোও বন্ধ থাকবে।
আজ শনিবার সকাল সাড়ে ১০টায় সব বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকরা আলোচনার মাধ্যমে এ সিদ্ধান্ত নেন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের মহাসচিব ড. এ এইচ এম মাকসুদ কামাল সংগঠনের বিভিন্ন সিদ্ধান্তের বিষয়ে জানান।
মাকসুদ কামাল বলেন, ‘অর্থমন্ত্রী আমাদের যে আশ্বাস দিয়েছিলেন, তা তিনি রাখতে পারেননি। ব্যর্থ হয়েছেন। তাই এই কর্মসূচি।’
সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রীর বিভিন্ন বক্তব্যের নিন্দা জানান শিক্ষকরা।
মাকসুদ কামাল বলেন, ‘৭ জানুয়ারি সব পাবলিক বিশ্ব বিদ্যালয়ে অবস্থান ধর্মঘট পালন করা হবে। শিক্ষকরা আগামীকাল রোববার কালো ব্যাজ পরবেন। পাশাপাশি শিক্ষকদের বেতন কাঠামো সম্পর্কে শিক্ষার্থীদের ধারণা দেওয়া হবে।’