কাল থেকে ঢাবিতে শুরু হচ্ছে হলভিত্তিক অ্যাথলেটিকস প্রতিযোগিতা
আগামীকাল রোববার থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুরু হচ্ছে ‘হল বার্ষিক অ্যাথলেটিকস প্রতিযোগিতা ২০১৫-১৬’।
আগামীকাল সকাল ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের খেলার মধ্য দিয়ে শুরু হবে এই প্রতিযোগিতা। খেলার উদ্বোধন করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।
দুপুর ১টায় প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করবেন প্রো-উপাচার্য (প্রশাসন) ড. সহিদ আকতার হুসাইন। আগামী ২৮ জানুয়ারি পর্যন্ত চলবে এই প্রতিযোগিতা।
খেলার সময়সূচি : প্রতিযোগিতার সময়সূচি অনুযায়ী, ১১ জানুয়ারি স্যার এ এফ রহমান হল, ১২ জানুয়ারি বিজয় একাত্তর হল, ১৩ জানুয়ারি মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল, ১৪ জানুয়ারি কবি সুফিয়া কামাল হল, ১৫ জানুয়ারি বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল, ১৬ জানুয়ারি ফজলুল হক মুসলিম হল, ১৭ জানুয়ারি শহীদুল্লাহ হল, ১৮ জানুয়ারি শামসুন নাহার হল, ১৯ জানুয়ারি কবি জসিম উদ্দিন হল, ২০ জানুয়ারি শহীদ সার্জেন্ট জহুরুল হক হল, ২১ জানুয়ারি সূর্যসেন হল, ২৩ জানুয়ারি হাজি মুহম্মদ মুহসীন হল, ২৪ জানুয়ারি রোকেয়া হল, ২৫ জানুয়ারি সলিমুল্লাহ মুসলিম হল, ২৬ জানুয়ারি অমর একুশে হল, ২৭ জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল এবং ২৮ জানুয়ারি জগন্নাথ হলের খেলা অনুষ্ঠিত হবে।