ঢাবিতে শিক্ষকদের দ্বিতীয় দিনের কর্মবিরতি চলছে
নতুন বেতন কাঠামোতে সিলেকশন গ্রেড বহাল ও বেতন কাঠামো নিয়ে সমস্যা নিরসনের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ (ঢাবি) ৩৭টি পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষকদের আজ মঙ্গলবার দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি চলছে। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের আহ্বানে গতকাল সোমবার সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য পূর্ণ কর্মবিরতি পালন করছেন তাঁরা।
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতি অধ্যাপক ফরিদ উদ্দিন আজ সকালে ফোনে এনটিভি অনলাইনকে জানান, কর্মবিরতি চলছে এবং চলতে থাকবে। সরকারের পক্ষ থেকে কোনো সুনির্দিষ্ট আশ্বাস না আসা পর্যন্ত কর্মবিরতি চলতে থাকবে।
ফরিদউদ্দিন বলেন, ‘গতকালের মতো আজো ক্লাস, মিটটার্ম পরীক্ষা ও সান্ধ্যকালীন কোর্স বন্ধ থাকবে। যেসব বিশ্ববিদ্যালয়ে চূড়ান্ত পরীক্ষা চলছে, সেসব বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।’
গত ২ জানুয়ারি ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে অনির্দিষ্টকালের এ কর্মবিরতির ঘোষণা দেন শিক্ষকরা।