জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষক চাকরিচ্যুত
আদালতে কারাদণ্ডাদেশ পাওয়ায় এবং বিশ্ববিদ্যালয়ের নিয়ম ভঙ্গ করে দেশের বাইরে অবস্থান করায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষককে চাকরিচ্যুত করেছে কর্তৃপক্ষ।
চাকরিচ্যুত দুই শিক্ষক হলেন বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজির (আইআইটি) সহকারী অধ্যাপক ড. মুফতি মাহমুদ ও প্রভাষক মো. রুহুল আমিন খন্দকার।
সোমবার রাতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে এনটিভি অনলাইনকে জানিয়েছেন সিন্ডিকেট সদস্য এবং কলা ও মানবিকী অনুষদের ডিন অধ্যাপক সৈয়দ মোহাম্মদ কামরুল আহছান।
একটি মামলায় আদালতের রায়ে কারাদণ্ডাদেশ পাওয়ায় বিশ্ববিদ্যালয় অধ্যাদেশের ১০ (ক) ধারা মোতাবেক মো. রুহুল আমিন খন্দকারকে বিশ্ববিদ্যালয় থেকে চাকরিচ্যুত করা হয় বলে জানা গেছে।
২০১১ সালের ১৩ আগস্ট নিজের ফেসবুক পেজে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যু কামনা করে একটি স্ট্যাটাস দেন আইআইটির প্রভাষক মো. রুহুল আমিন।
এ ঘটনায় সাভার সার্কেলের সহকারী পুলিশ সুপার মনোয়ার হোসেন তাঁর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতা ও হত্যার হুমকির অভিযোগে আশুলিয়া থানায় মামলা করেন। পরে ২০১৫ সালের ১২ আগস্ট মো. রুহুল আমিন খন্দকারকে তিন বছরের সশ্রম কারাদণ্ডাদেশ দেন আদালত। একই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরো ছয় মাসের সশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়।
অন্যদিকে একই ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক ড. মুফতি মাহমুদ বিশ্ববিদ্যালয় থেকে ছুটি নিয়ে দেশের বাইরে গিয়ে আর কর্মস্থলে ফিরে না আসায় তাঁকেও চাকরিচ্যুত করা হয়। ছুটি শেষ হওয়ার তিন বছর অতিক্রান্ত হলে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাঁকে কয়েক বার নোটিশ দিলেও কর্মস্থলে যোগ দেননি মুফতি মাহমুদ।