জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দিবস পালিত
১২ জানুয়ারি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) দিবস। ১৯৭১ সালের এই দিনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। মঙ্গলবার ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয় দিবস পালন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পরিবার।
এবারের বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন উপলক্ষে চার দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কর্মসূচির প্রথম দিন মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের সামনে জাতীয় সংগীত উচ্চারণ এবং জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয় দিবস উদ্বোধন করা হয়।
এ সময় জাতীয় পতাকা উত্তোলন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম এবং বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন উপ-উপাচার্য অধ্যাপক আবুল হোসেন।
বিশ্ববিদ্যালয় দিবসের উদ্বোধন শেষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম। এ সময় উপাচার্য বলেন, ‘বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংকীর্ণতা ও সীমাবদ্ধতা অতিক্রম করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে একটি মর্যাদাপূর্ণ বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠার চেষ্টা করছে।’
অধ্যাপক ফারজানা ইসলাম আরো বলেন, ‘জ্ঞানের পীঠস্থান হিসেবে এ বিশ্ববিদ্যালয়কে উচ্চ শিখরে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। তাই এখন সময় এসেছে জ্ঞান-বুদ্ধিকে শাণিত করে ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে উঠে বিশ্ববিদ্যালয়কে উচ্চ আসনে নিয়ে যাওয়ার।’
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক আবুল হোসেন এবং কোষাধ্যক্ষ অধ্যাপক আবুল খায়ের। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ সাবেক শিক্ষার্থীরাও কর্মসূচিতে অংশ নেন।
বিশ্ববিদ্যালয় দিবসের কর্মসূচির দ্বিতীয় দিন বুধবার বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের সেলিম আল দীন মুক্তমঞ্চে পুতুলনাচ অনুষ্ঠিত হবে এবং বিকেল ৫টায় রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান। পরদিন বৃহস্পতিবার বিকেল ৩টায় রয়েছে পিঠা উৎসব এবং ৫টায় মঞ্চস্থ হবে নাটক।
চতুর্থ ও শেষ দিন শুক্রবার বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত হবে। সেদিন সকাল ৯টায় শোভাযাত্রা বের করা হবে। একই দিন সেলিম আল দীন মুক্তমঞ্চে অনুষ্ঠিত হবে স্মৃতিচারণ, প্রথম ব্যাচের শিক্ষার্থীদের সংবর্ধনা, ফানুস উৎসব, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং র্যাফেল ড্র।