তৃতীয় দিনে কর্মবিরতি, জাবিতে ক্লাস-পরীক্ষা বন্ধ
অষ্টম জাতীয় বেতন কাঠামোতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মর্যাদার অসংগতির প্রতিবাদে টানা তৃতীয় দিনের মতো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) শিক্ষকদের কর্মবিরতি চলছে। আজ বুধবারও বিশ্ববিদ্যালয়ে কোনো ক্লাস-পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার খবর পাওয়া যায়নি।
সকালে বেশ কয়েকটি বিভাগ ঘুরে দেখা গেছে, বিভিন্ন অনুষদে শ্রেণিকক্ষের তালা খোলা থাকলেও কক্ষগুলো পুরোপুরি ফাঁকা। শিক্ষার্থীদের উপস্থিতিও নেই বললেই চলে। যাঁরা এসেছেন, তাঁরা নিজেদের মধ্যে আলাপচারিতায় ব্যস্ত।
চলমান আন্দোলন কর্মসূচির ব্যাপারে জাবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক মাফরুহী সাত্তার এনটিভি অনলাইনকে বলেন, ‘আমাদের আন্দোলন চলছে। একই সঙ্গে আলোচনাও চলছে। আমরা আশা করি, এটা দ্রুতই সমাধান হবে, যাতে শিক্ষার্থীদের যে ক্ষতি হচ্ছে, তা দ্রুত পুষিয়ে দিতে পারি। তবে আমাদের দাবি না মানা হলে আন্দোলন আরো কঠোর থেকে কঠোরতর হবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আর আমার জানামতে, বুধবার বিশ্ববিদ্যালয়ে কোনো ক্লাস-পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে না।’
অষ্টম জাতীয় বেতন কাঠামোয় পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ ও অন্যান্য অসংগতি দূর করার দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।
এর আগে দাবি আদায়ে ৩ জানুয়ারি থেকে টানা ছয় দিন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা কালোব্যাজ ধারণ করে ক্লাস-পরীক্ষা নেন। ২ জানুয়ারি এ কর্মবিরতির ঘোষণা দেয় বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন। সেই ঘোষণা অনুযায়ী গত সোমবার থেকে পূর্ণ কর্মবিরতিতে যান শিক্ষকরা।