ঢাবির শামসুন নাহার হলের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন নাহার হলের ৪২তম বার্ষিক অ্যাথলেটিকস প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার সকাল ৯টায় জগন্নাথ হল খেলার মাঠে এ প্রতিযোগিতা শুরু হয়। প্রতিযোগিতায় হলের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক প্রতিযোগিতার উদ্বোধন করেন। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমাদ।
এ সময় হল প্রভোস্ট অধ্যাপক ড. সুপ্রিয়া সাহা, বিভিন্ন হলের প্রভোস্ট, হাউজ টিউটর ও বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।