ডিজিটাল স্কুল হিসেবে উদয়নের যাত্রা শুরু
ডিজিটাল স্কুল হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় যাত্রা শুরু করেছে।
আজ সোমবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।
উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ ড. উম্মে সালেমা বেগমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এ ছাড়া অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয় কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মামুনুর রশিদ, সফ্টওয়্যার প্রতিষ্ঠান ফোর ডি কমিউনিকেশনস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল্লাহ আল ইমরান এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্স বক্তব্য দেন।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার দেশের প্রত্যেক স্কুলকে ডিজিটালাইজেশনের আওতায় আনতে চায়। এরইমধ্যে দেশের দুই হাজার মাধ্যমিক স্কুলে কম্পিউটার ল্যাব এবং ল্যাংগুয়েজ ল্যাব প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। সব স্কুলে মাল্টিমিডিয়া ক্লাসরুম ব্যবহারের মাধ্যমে নতুন প্রজন্মকে বিশ্বমানের শিক্ষা প্রদান করা হবে বলে তিনি উল্লেখ করেন।
উপাচার্য ড. আ আ ম স আরেফিন সিদ্দিক তথ্যপ্রযুক্তির সঠিক ব্যবহারের মাধ্যমে বিশ্বমানের নাগরিক হিসেবে গড়ে ওঠার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, তথ্যপ্রযুক্তি ইতিমধ্যেই সারা দেশে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। জাতি এর সুফল পেতেও শুরু করেছে। আধুনিক তথ্যপ্রযুক্তির সঙ্গে পরিচিত হয়ে শিক্ষার সব ক্ষেত্রে এর সঠিক ব্যবহার নিশ্চিত করার জন্য তিনি শিক্ষকদের প্রতি আহ্বান জানান।
উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষা ও ব্যবস্থাপনা কার্যক্রম এরই মধ্যে অটোমেটেড করা হয়েছে। ক্লাস ম্যানেজমেন্ট, রুটিন তৈরি, ফলাফল তৈরি ও প্রকাশ, উপস্থিতি, পরীক্ষা ও আনুষঙ্গিক কার্যক্রম ডিজিটালাইজেশন প্রক্রিয়ার মাধ্যমে সম্পন্ন করা হচ্ছে।