‘মেয়েদের জন্য সেরা বিদ্যালয় প্রতিযোগিতা ২০১৫’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন
গংগাচড়া উপজেলা পরিষদ মাঠে গতকাল বুধবার অনুষ্ঠিত হয়েছে ‘মেয়েদের জন্য সেরা বিদ্যালয়’ শীর্ষক প্রতিযোগিতা ২০১৫-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান। অনুষ্ঠানটি সকাল ১০টায় শুরু হয়ে দুপুর ১টায় শেষ হয়।
উক্ত প্রতিযোগিতায় গংগাচড়া উপজেলার ৪৪টি মাধ্যমিক স্কুল ও মাদ্রাসা অংশগ্রহণ করে। বিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধি , মেয়েদের জন্য স্কুলে নিরাপদ ও সহায়ক পরিবেশ তৈরি, মেয়েদের নেতৃত্বের বিকাশ ঘটানোর মাধ্যমে মেয়ে শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ করে বাল্যবিবাহ প্রতিরোধে সবাইকে উদ্বুদ্ধ করাই ছিল প্রতিযোগিতার মূল লক্ষ্য।
২০১৫ সালের মার্চ থেকে উপজেলা প্রশাসন ও দি হাঙ্গার প্রজেক্ট -বাংলাদেশের আয়োজনে এবং আইটিভিএসের সহযোগিতায় উপজেলাব্যাপী ৪৪টি শিক্ষাপ্রতিষ্ঠানে বছরব্যাপী ‘আমাদের সেরা বিদ্যালয়’ শীর্ষক ক্যাম্পেইন শুরু করে এবং বছর শেষে মেয়েদের জন্য সেরা বিদ্যালয় ঘোষণা করার প্রত্যয় ব্যক্ত করে।
বাল্যবিবাহ প্রতিরোধ এবং ‘মেয়েদের জন্য সেরা বিদ্যালয়’ উদ্যোগকে সফল করতে উপজেলা প্রশাসন, উপজেলা সমাজসেবা অফিস, উপজেলা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অফিস, উপজেলা মহিলাবিষয়ক অফিস, কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরাম, ইয়ুথ এন্ডিং হাঙ্গারের প্রশিক্ষিত একদল প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণকারী বিদ্যালয়গুলোর সাথে একযোগে কাজ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. তুহিন ওয়াদুদ, প্রভাষক কুন্তলা চৌধুরী, কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরামের সভাপতি খন্দকার ফকরুল আলম বেঞ্জু , ওমেন্স অ্যান্ড গার্লস লিড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর মাহমুদ হাসান এবং ইউএস এইডের সিনিয়র প্রোগ্রাম ডেভেলপমেন্ট স্পেশালিস্ট মাহমুদা রহমান খান।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গংগাচড়ার উপজেলা চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবলু । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো. রাশেদুল হক, সহকারী কমিশনার (ভূমি)।
মোট পাঁচটি ক্যাটাগরিতে সেরা বিদ্যালয়ের পুরস্কার প্রদান করা হয়। মেয়েদের বিদ্যালয়ে অংশগ্রহণ এবং পড়াশোনার উন্নত মান রক্ষায় প্রথম স্থান অধিকার করে কুটিপাড়া চেংমারি উচ্চ বিদ্যালয়।
মেয়েদের নেতৃত্বের বিকাশে প্রথম স্থান অধিকার করে কেএনবি বহুমুখী উচ্চ বিদ্যালয়।
মেয়েদের জন্য সহায়ক পরিবেশ ক্যাটাগরিতে প্রথম স্থান অধিকার করে গংগাচড়া মডেল উচ্চ বিদ্যালয়। সামাজিক নিরাপত্তায় প্রথম স্থান অধিকার করে ধামুর পূর্বপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়। কার্যকর শিক্ষক, অভিভাবক ও বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটিতে প্রথম স্থান অধিকার করে চেংমারি মান্দ্রাইন উচ্চ বিদ্যালয়।
অনুষ্ঠানের সভাপতি এ ধরনের উদ্যোগকে সাধুবাদ জানান। তিনি বলেন, ‘এখানে সমাজের বিভিন্ন ক্ষেত্রের গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে এ ধরনের অনুষ্ঠানের আয়োজন সবাইকে বাল্যবিবাহ রোধ এবং কন্যাশিশুদের স্কুল থেকে ঝরেপড়া রোধ করতে আরো সহায়তা করবে।’
সভাপতি আরো বলেন, ‘এ ধরনের উদ্যোগের সাথে যদি দুর্নীতি দমনকে যুক্ত করা যায় তবে সেটা এ প্রজন্মের ছেলেমেয়েদের পরিবর্তনের ক্ষেত্রে অন্যতম কার্যকরী ভূমিকা পালন করবে।’