রাবি প্রথম বর্ষের ক্লাস শুরু কাল
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০১৫-১৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ক্লাস শুরু হচ্ছে আগামীকাল শনিবার। আজ শুক্রবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক ইলিয়াছ হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
অধ্যাপক ইলিয়াছ হোসেন বলেন, ক্লাসের সময়সূচি নিজ নিজ বিভাগীয় কার্যালয় থেকে শিক্ষার্থীদের জেনে নিতে হবে।
এ সময় জনসংযোগ দপ্তরের প্রশাসক আরো বলেন, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ থেকে কিছু শিক্ষার্থী ভর্তি বাতিল করে অন্য বিভাগ ও প্রতিষ্ঠানে চলে গেছে। যার জন্য বেশকিছু আসন শূন্য হয়। এই শূন্য আসন পূরণ করতে ৩০ জানুয়ারি পর্যন্ত ভর্তির মেয়াদ বাড়ানো হয়। এসব কারণে ২০ জানুয়ারি প্রথম বর্ষের শিক্ষার্থীদের ক্লাস শুরু হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে ৬ ফেব্রুয়ারি শনিবার করা হয়।