ঢাবি ছাত্রসহ ৭০ ভুয়া পরীক্ষার্থীকে কারাদণ্ড
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরীক্ষায় প্রক্সি (অন্যের হয়ে বদলি পরীক্ষা) দেওয়ার অভিযোগে রাজধানীর বিভিন্ন পরীক্ষা কেন্দ্র থেকে ৭০ জনকে আটক করে ১৫ দিনের সাজা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ শুক্রবার সকালে পরীক্ষা চলাকালে তাঁদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাতজন, ঢাকা কলেজের প্রায় ৪০ জন শিক্ষার্থী আছেন বলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (আইবিএ) সূত্রে জানা গেছে।
আইবিএ সূত্র জানায়, পরীক্ষার প্রশ্ন তৈরি থেকে শুরু করে কেন্দ্র নিয়ন্ত্রণ পর্যন্ত তাদের দায়িত্বেই ছিল। পরে পরীক্ষার সময় ভুয়া পরীক্ষার্থী শনাক্ত হওয়ায় ৭০ জনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী হাকিম সাইফুল ইসলাম সোহেল।
সাইফুল ইসলাম সোহেল জানান, কৃষি মন্ত্রণালয়ের অধীন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তৃতীয় ও চতুর্থ শ্রেণির ১১ ক্যাটাগরির ১৫৭৮টি শূন্যপদে আইবিএ কর্তৃক পরিচালিত জনবল নিয়োগ পরীক্ষায় মোট ৭৬ জন ভুয়া পরীক্ষার্থী ও মোবাইল ফোনের এসএমএস জালিয়াতির অপরাধী মোবাইল কোর্টে ধরা পড়ে। এদের মধ্যে ৭০ জনকে ১৫ দিনের কারাদণ্ড দিয়ে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। ছয়জন অপরাধীকে অধিকতর তদন্তের মাধ্যমে অপরাধের মূল হোতা বা কারণ নির্ণয়ের জন্য শাহবাগ থানায় পাঠানো হয়েছে।
ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী হাকিম সাইফুল ইসলাম সোহেল আরো জানান, বিভিন্ন সংস্থার নিয়োগ পরীক্ষা ও বিশ্ববিদ্যালয়ের নিয়োগ পরীক্ষায় অধিকতর স্বচ্ছতা ও দ্রুত বিচার নিশ্চিতের জন্য ঢাকা জেলা প্রশাসনের এ ধরনের ভ্রাম্যমাণ আদালত আরো জোরদার ও শক্তিশালী করা হবে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএর শিক্ষক খালেদ মাহমুদ, ইকবাল আহমেদ, ফারহান ইমতিয়াজ প্রমুখ।