ডিআইএ শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান
‘দেশটাকে পরিষ্কার করি দিবস-২০১৬’ উপলক্ষে পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করেছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল একাডেমির (ডিআইএ) শিক্ষার্থীরা।
দিবসটি উপলক্ষে আজ শনিবার দুপুর সাড়ে ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়টির রাজধানীর পান্থপথের ক্যাম্পাস থেকে কলাবাগান পর্যন্ত এ পরিচ্ছন্নতা অভিযান পালন করে শিক্ষার্থীরা।
এ সময় পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল একাডেমির নির্বাহী পরিচালক মোহাম্মদ নূরুজ্জামান।
পরিচ্ছন্নতা কর্মসূচি পালন শেষে জনগণের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন স্লোগান লেখা প্ল্যাকার্ড হাতে নিয়ে কলাবাগানে প্রধান সড়কের পাশে বেশ কিছুক্ষণ অবস্থান নেন শিক্ষার্থীরা।
এ সময় আরো উপস্থিত ছিলেন ডিআইএ উপপরিচালক (একাডেমিক) মো. সরোয়ার হোসেন মোল্লা, উপপরিচালক শাহ নেওয়াজ মজুমদারসহ শিক্ষক-শিক্ষার্থীরা।
আজ বিকেলে বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা যায়।