জয়নন্দ ডিগ্রি কলেজ সরকারি করার দাবি
দিনাজপুরের কাহারোল উপজেলার জয়নন্দ ডিগ্রি কলেজ সরকারি করার সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এতে শিক্ষক-শিক্ষার্থীদের পাশাপাশি এলাকার লোকজন ও অভিভাবকরা অংশ নেন।
আজ সোমবার সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত ঘণ্টাব্যাপী কলেজের সামনে এ দীর্ঘ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তারা বলেন, দ্বিতীয় দফায় শিক্ষা মন্ত্রণালয় জয়নন্দ ডিগ্রি কলেজ সরকারি করার সিদ্ধান্ত ঘোষণা করলেও এখন পর্যন্ত তা বাস্তবায়ন করা হয়নি। মন্ত্রণালয়ের সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়নের দাবি জানান বক্তারা।
মানববন্ধনে বক্তব্য দেন ডাবোর ইউনিয়নের চেয়ারম্যান সত্যজিৎ রায়, অধ্যক্ষ মো. তহিদুল ইসলাম প্রমুখ।