জাবিতে ছাত্রলীগকর্মীর বিছানায় মিলল ইয়াবা, গাঁজা
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শহীদ রফিক-জব্বার হল থেকে ছাত্রলীগের এক কর্মীর কক্ষে তল্লাশি চালিয়ে তাঁর বিছানার নিচে ইয়াবা ও গাঁজা পেয়েছে হল প্রশাসন। আজ মঙ্গলবার দুপুরে ওই হলের ৩২০ নম্বর কক্ষে হাসেম রেজা নামের এক ছাত্রলীগকর্মীর বিছানার নিচে এগুলো পাওয়া যায়। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, মঙ্গলবার গোপন সূত্রের ভিত্তিতে লোক প্রশাসন বিভাগের ৪০তম ব্যাচের শিক্ষার্থী ও ছাত্রলীগকর্মী হাসেম রেজার রুম তল্লাশি করে তাঁর বিছানার নিচ থেকে পাঁচটি ইয়াবা ও গাঁজা উদ্ধার করেন হলের আবাসিক শিক্ষক ও নিরাপত্তাকর্মীরা। এ ঘটনায় আবাসিক শিক্ষক আ স ম ফিরোজ-উল-হাসানকে আহ্বায়ক করে পাঁচ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে তিন কার্য দিবসের মধ্যে ঘটনার তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
এ বিষয়ে অভিযুক্ত ছাত্রলীগকর্মী হাসেম রেজা বলেন, ‘আমি ডিপার্টমেন্টে ফার্স্ট। সবাই জানে আমি কোনো নেশা করি না। ষড়যন্ত্র করে আমাকে ফাঁসানোর জন্য কেউ আমার বিরুদ্ধে এ আয়োজন করেছে। আমি রাজনৈতিক প্রতিহিংসার শিকার। আমি এগুলোর সঙ্গে জড়িত কেউ এটা বিশ্বাস করবে না।’
হাসেম রেজা লোক প্রশাসন বিভাগের স্নাতক (সম্মান) চূড়ান্ত বর্ষের পরীক্ষায় প্রথম স্থান অর্জন করেছেন। বর্তমানে তিনি বিভাগের স্নাতকোত্তর শ্রেণিতে পড়ছেন।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মাহমুদুর রহমান জনি বলেন, এ ঘটনায় জড়িত থাকলে হাসেম রেজার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
হল প্রাধ্যক্ষ অধ্যাপক এ এস এম আবু দায়েন বলেন, তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে হাসেম রেজার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে গত ১১ আগস্ট বিশ্ববিদ্যালয়ের কামাল উদ্দিন হল থেকে হেরোইন সেবনরত অবস্থায় দুই শিক্ষার্থীকে আটক করে প্রশাসনের কাছে হস্তান্তর করেন শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। বিশ্ববিদ্যালয় প্রশাসন জরুরি সিন্ডিকেট সভা ডেকে তাদের সাময়িক বহিষ্কার করে পুলিশে সোর্পদ করে। পরের দিন ১২ আগস্ট রফিক জব্বার হলে নিজেদের রুমের জানালার পাশে ফুলের টবে গাঁজা গাছ লাগানোর অভিযোগে দুই নেতাকর্মীকে বহিষ্কার করে শাখা ছাত্রলীগ।