জালিয়াতির চেষ্টার অভিযোগে শাবিপ্রবির ছাত্রলীগকর্মী বহিষ্কার
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় জালিয়াতির চেষ্টার অভিযোগে আটক ছাত্রলীগকর্মী আল-আমিনকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তিনি বিশ্ববিদ্যালয়ের ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টি টেকনোলজি (এফইটি) বিভাগের শিক্ষার্থী।
আজ রোববার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের এক সভায় আল-আমীনকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয় বলে এনটিভি অনলাইনকে জানিয়েছেন রেজিস্ট্রার ইশফাকুল হোসেন।
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর মুন্সী ড. নাসের ইবনে আফজাল এনটিভি অনলাইনকে বলেন, ‘২০১৬-১৭ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় জালিয়াতি সংক্রান্ত তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন আল-আমীনকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে।’
আল-আমিন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলামের অনুসারী বলে ক্যাম্পাসে পরিচিত। তিনি শাহপরাণ হলে আবাসিক ছাত্র হিসেবে নজরুলের নিয়ন্ত্রিত একটি কক্ষে থাকতেন। গত ২৬ নভেম্বর ভর্তি পরীক্ষার দিন সকালে ইলেকট্রনিক্স ডিভাইসসহ তাঁকে আটক করা হয়। জালালাবাদ থানা পুলিশ জানায়, আল-আমীন এই ডিভাইস দিয়ে ভর্তি পরীক্ষায় জালিয়াতির চেষ্টা করছিলেন।
বিষয়টি এখনো তদন্তানাধীন থাকায় নাম প্রকাশে অনিচ্ছুক তদন্ত কমিটির এক সদস্য জানান, আল-আমিন জালিয়াতির চেষ্টায় জড়িত বলে পুলিশ প্রশাসনের কাছে স্বীকার করেছে। সেই স্বীকারোক্তির ভিত্তিতে তাকে সাময়িক বহিষ্কারের সুপারিশ করেছিল তদন্ত কমিটি। বিষয়টি এখন অধিকতর তদন্তে রয়েছে।