নতুন ওয়েব সিরিজ : ৩০ হাজার কোটির প্রতারণার গল্প
তিন বছর পর আবারও অর্থ কেলেঙ্কারি নিয়ে সিরিজ বানালেন হানসাল মেহতা। এবারের গল্প আব্দুল করিম তেলগি নামের এক ব্যক্তিকে ঘিরে, যিনি ভারতের ইতিহাসে সবচেয়ে বড় স্ট্যাম্প পেপার কেলেঙ্কারি ঘটিয়েছিলেন। ৩০ হাজার কোটি রুপির এই ঘটনা ঘটেছিল ২০০৩ সালে। তাই এবারের সিরিজের নাম ‘স্ক্যাম ২০০৩: দ্য তেলগি স্টোরি’।
বলিউড হাঙ্গামা বলছে, যদিও মেহতার তত্ত্বাবধানে এটি সিরিজ পরিচালনা করেছেন তুষার হিরামান্ডি। এর আগে ১৯৯২ সালে ভারতের স্টক মার্কেটে হওয়া ৫ হাজার কোটি রুপির অর্থ কেলেঙ্কারির গল্প নিয়ে ‘স্ক্যাম ১৯৯২: দ্য হারশাদ মেহতা স্টোরি’ শিরোনামে সিরিজ নির্মাণ করে সাড়া ফেলে দিয়েছিলেন হানসাল মেহতা।
শুক্রবার (৪ আগস্ট) প্রকাশ্যে এসেছে সিরিজটির টিজার। সেই সঙ্গে জানানো হয়েছে মুক্তির তারিখ। আগামী ২ সেপ্টেম্বর এটি মুক্তি পাবে, ভারতীয় ওটিটি প্ল্যাটফর্ম সনি লিভে।
এই চরিত্রে অভিনয় করেছেন গগন দেব রায়ার। এই সিরিজে আরও অভিনয় করেছেন মুকেশ তিওয়ারি, সানা আমিন শেখ, দীনেশ লাল যাদব প্রমুখ।