পুরান ঢাকার আন্ডারওয়ার্ল্ডের গল্প নিয়ে আসছে সিদ্দিকের ‘অগোচরা’
অমনিবাস চলচ্চিত্র ‘জাগো বাহে’ পরিচালনা করে নির্মাণে মুন্সিয়ানা দেখিয়েছেন সিদ্দিক আহমেদ। সিনেমাটির ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে তৈরি ‘শব্দের খোয়াব’ তাঁর সৃষ্টি। এবার এই পরিচালক এবার নির্মাণ করেছেন ক্রাইম থ্রিলার ধাঁচের ছয় পর্বের ওয়েব সিরিজ। নাম ‘অগোচরা’; পুরান ঢাকার আন্ডারওয়ার্ল্ডের গল্প।
মোহাম্মদ নাজিম উদ্দিনের গল্প অবলম্বনে সিরিজটি নির্মিত সিরিজটির গল্পে দেখা যাবে একজন সাধারণ ছেলে পলিটিকসের শিকার হয়ে কীভাবে আন্ডারওয়ার্ল্ডে জড়িয়ে পড়ে সেটা।
সিরিজটির গল্প প্রসঙ্গে পরিচালক সিদ্দিক আহমেদের ভাষ্য, এক মন্ত্রীর কলকাঠিতে এশিয়ান গেমস থেকে ছিটকে পড়ে ইতি টানা শুটারের জীবন মোড় নেয় এক অন্ধ কানাগলির দিকে। মারো নয়তো মরো—আড়ালে থাকার লড়াইয়ে এ বাস্তবতাই তাড়া করে বেড়াতে থাকে। খুব দ্রুতই পাল্টাতে থাকে ঘটনার দৃশ্যপট।
সিরিজে অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, ফজলুর রহমান বাবু, শরাফ আহমেদ জীবন, জাকিয়া বারী মম,মোরশেদ মিশুসহ অনেকে।
আগামী ১০ আগস্ট ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জে মুক্তি পাবে সিরিজটি।