‘বোম্বাই মেরি জান’ কী দাউদ ইব্রাহিমের জীবনের গল্প?
ট্রেইলার প্রকাশের পরই ছিল এই আলোচনা; ‘বোম্বাই মেরি জান’ ওয়েব সিরিজ কী দাউদ ইব্রাহিমের জীবনের গল্প? যদিও তখন তা স্বীকার করতে চাননি নির্মাতা সুজাত সওদাগর।
বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইম ভিডিওতে স্ট্রিমিং হওয়ার পর ভারতের একাধিক সংবাদমাধ্যম দাবি করছে, সিরিজটি দাউদ ইব্রাহিমের জীবনী নির্ভর গল্প। মুম্বাইয়ের হাজি আলি এবং দাউদ ইব্রাহিমের লড়াইকে ঘিরেই নির্মিত হয়েছে ওয়েব সিরিজটি।
ইন্ডিয়ান এক্সপ্রেস এক প্রতিবেদনে বলছে, এস হুসেন জাইদির ‘ডংরি টু দুবাই: সিক্স ডিকেডস অফ দ্য মুম্বাই মাফিয়া’-এর উপর ভিত্তি করে ১০ পর্বে নির্মিত এই ওয়েব সিরিজটি এখন দর্শক মন্ডলেও ব্যাপক প্রসংশা পাচ্ছে।
নির্মাতা সুজাত সওদাগরের ভাষ্য, তারা সৎ পুলিশ অফিসার বাবার অশান্ত ও অসৎ ছেলের গল্পের মধ্যেই সীমাবন্ধ রেখেছেন ওয়েব সিরিজটির গল্প। ওয়েব সিরিজটিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় অর্থাৎ সৎ পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করেছেন কেকে মেনন। যিনি ছেলের দারিদ্র আর কঠোর সংগ্রামের জীবন ছেড়ে এক অপরাধী হয়ে ওঠার সাক্ষী।
‘বোম্বাই মেরি জান’ ওয়েব সিরিজটি প্রযোজনা করেছেন ফারহান আখতার ও রেনসিল ডিসিলভা এবং পরিচালনা করেছেন সুজাত সওদাগর। কেকে মেনন, অবিনাশ তিওয়ারি, কৃতিকা কামরা ও নিবেদিতা ভট্টাচার্যের মত অভিনেতারা রয়েছেন এই ওয়েব সিরিজে।