মুক্তির দিনেই পাইরেসির কবলে ‘অ্যানিম্যাল’ ও ‘শ্যাম বাহাদুর’
বলিউডে দুটি সিনেমা ‘অ্যানিম্যাল’, অন্যটি ‘শ্যাম বাহাদুর’ মুক্তি পেয়েছে গতকাল শুক্রবার । তবে মুক্তির কয়েক ঘণ্টা পরই সিনেমা দুটি পড়েছে পাইরেসির কবলে। ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে এমন খবর প্রকাশিত হয়েছে
এরইমধ্যে রণবীর কাপুরের ‘অ্যানিম্যাল’ ব্লকবাস্টার তকমা পেয়েছে। তবে প্রথম দিনে ১০০ কোটি রুপির ব্যবসা করা এ সিনেমার বাণিজ্যিক সফলতার বাধা হয়ে দাঁড়াতে পারে অনলাইনে ফাঁস হয়ে যাওয়া।
অন্যদিকে, ভারতের প্রথম ফিল্ড মার্শাল শ্যাম মানেকশর জীবনের ওপর ভিত্তি করে নির্মিত মেঘনা গুলজারের চলিচ্চত্র ‘শ্যাম বাহাদুর’। যাতে মুখ্য চরিত্রে রয়েছেন অভিনেতা ভিকি কৌশল। তবে সিনেমাটি গতকাল শুক্রবার মুক্তি পাওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই অনলাইনে ফাঁস হয়ে যায়। তামিলরকারর্স, টেলিগ্রাম, মুভিরুলজসহ বেশ কিছু সাইট থেকে এটি ডাউনলোড করা যাচ্ছে বলেও গুঞ্জন উঠে।
ভিকির সিনেমাটি এরইমধ্যে সমালোচকদের কাছ থেকে বিশেষ করে প্রশংসা পেয়েছে। শ্যাম মানেকশের চরিত্রে তিনি মন কেড়েছেন দর্শকদের। ‘উরি’র পর আবারও এতে চর্চায় উঠে এসেছেন ভিকি।
১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময়ে ভারতীয় সেনাবাহিনীর নেতৃত্বে ছিলেন জামশেদজি মানেকশ। সেই সময় পশ্চিম পাকিস্তানের বিরুদ্ধে মুক্তিযোদ্ধাদের সঙ্গে যৌথভাবে লড়েছিল ভারতীয় সেনা। এখানেই শেষ নয়, ১৯৪৭ সালে ভারত-পাক যুদ্ধ, ১৯৪৮ সালে হায়দরাবাদ সংকটের সময়তেও গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন তিনি।
‘অ্যানিম্যাল’-এ অন্যরকম সব দৃশ্য, ভয় পেয়েছিলেন রণবীর ‘অ্যানিম্যাল’-এ অন্যরকম সব দৃশ্য, ভয় পেয়েছিলেন রণবীর। এদিকে, রণবীর কাপুরের ‘অ্যানিম্যাল’-এর সঙ্গে প্রতিযোগিতায় অনেকখানিই পিছিয়ে রয়েছে ‘শ্যাম বাহাদুর’।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, ওপেনিংয়ে ভিকির সিনেমার ব্যবসার পরিমাণ হবে ৬-১০ কোটির মধ্যে।