বিয়ে করলেন ‘অ্যানিম্যাল’ অভিনেতা
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিতর্ক ও বক্স অফিসে ঝড় তুলেছে রণবীর কাপুর অভিনীত সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত ‘অ্যানিম্যাল’ সিনেমা। সেখানে রশ্মিকা মান্দানার বাগদত্তের চরিত্রে অভিনয় করেন অভিনেতা কুণাল ঠাকুর। তবে এবার পর্দায় নয়, বাস্তবজীবনেই সাত পাকে বাঁধা পড়লেন তিনি।
সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রামে শেয়ার করা ছবিতে নৃত্যশিল্পী ও অভিনেত্রী মুক্তি মোহনকে বিয়ের রাতে লাল ও সাদা লেহেঙ্গায় অত্যন্ত সুন্দর দেখাচ্ছিল। স্ত্রীর সঙ্গে বিশেষ দিনে ট্যুইনিং করেই পোশাক পরেছিলেন কুণাল। লাল ও সাদা কাজ করা জমকালো লেহেঙ্গা পরেছিলেন তার স্ত্রীও ।
মুক্তি ও কুণাল দুজনেই এদিন বিয়ের একগুচ্ছ ছবি পোস্ট করে ক্যাপশনে লেখেন, ‘তোমার মধ্যে আমি আমার ঐশ্বরিক সংযোগ খুঁজে পাই; তোমার সঙ্গে, আমার ভাগ্যের মিলন হতই। ঈশ্বর, পরিবার এবং বন্ধুদের আশীর্বাদের জন্য কৃতজ্ঞ। আমাদের পরিবার আনন্দিত এবং স্বামী এবং স্ত্রী হিসাবে আমাদের এগিয়ে যাওয়ার জন্য আপনার আশীর্বাদ চাই।’ হ্যাশট্যাগ দিয়ে লেখা হয়, ‘কুণাল কো মিলি মুক্তি’।
জনপ্রিয় নৃত্যশিল্পী ও কোরিওগ্রাফার শক্তি মোহন তাঁর বোনের বিয়ের ছবি রিপোস্ট করেন নিজের প্রোফাইলে। তিনি লিখেছেন, ‘আমার ছোট্ট গোলুর বিয়ে হয়ে গেল। মনে হচ্ছে আমার হৃদয়ের একটা টুকরো তোমার সঙ্গে চলে গেল। খুব আনন্দিত তোমাদের জন্য। খুব মিস করব মুক্তি।’