সিজন-থ্রি নিয়ে আসছে ‘পঞ্চায়েত’
নতুন সিজন নিয়ে আসছে ভারতের জনপ্রিয় ওটিটি সিরিজ ‘পঞ্চায়েত’। এর আগে এই সিরিজটির দুটি সিজনই দর্শকমন জয় করার পর তৃতীয় সিজন আসছে সিরিজটি। অ্যামাজন প্রাইম ভিডিও সিরিজটির তৃতীয় সিজনের দুটি ফার্স্টলুক পোস্টার শেয়ার করেছে।
গতকাল শনিবার নিজেদের সামাজিক মাধ্যম প্লাটফর্মে ‘পঞ্চায়েত’ এর সিজন-৩ এর বিহাইন্ড দ্য সিনস শেয়ার করেছে অ্যামাজন প্রাইম কর্তৃপক্ষ। বলা যায়, প্রকাশ্যে এসেছে সিরিজের প্রথম লুক।
ছবি দুইটি শেয়ার করে প্রাইম কর্তৃপক্ষ ফেসবুক পেজের ক্যাপশনে লিখে,‘আমরা জানি যে এই অপেক্ষা অসহনীয়, সেই কারণে আমরা সেটের থেকে আপনাদের জন্য কিছু জিনিস আনলাম। প্রাইমে পঞ্চায়েত, সিজন ৩।’
একটি গ্রামের কিছু সহজ-সরল মানুষের গল্প নিয়ে সিরিজটির কাহিনী গড়ে উঠেছে। সিরিজের মুখ্য চরিত্র অভিনয় করছেন জিতেন্দ্র কুমার। এ ছাড়া এতে আরও অভিনয় করেছেন-নীনা গুপ্তা, রঘুবীর যাদব, চন্দন রায়, সানভিকা, ফয়সাল মালিক।
এই পোস্টের প্রথম ছবিতে জিতেন্দ্র কুমারকে বাইসাইকেলে চড়া অবস্থায় দেখা গেছে, অপর ছবিতে দেখা গেল অশোক পাঠক, দুর্গেশ কুমার, ফৈজল মালিককে যথাক্রমে প্রহ্লাদ, ভূষণ ও বিনোদের চরিত্রে। দ্বিতীয় ছবির ওপরে লেখা বার্তা, ‘ঠোক্কর খেলে যন্ত্রণা হয়, তখনই মানুষ শিখতে পারে।’
২০২০ সালে অ্যামাজন প্রাইম ভিডিওতে মুক্তি পায় ‘পঞ্চায়েত’ সিরিজটির প্রথম সিজন। এরপর ২০২২ সালে এর দ্বিতীয় সিজন আসে। সম্প্রতি গোয়ায় অনুষ্ঠিত ‘৫৪তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-এ শ্রেষ্ঠ ওয়েব সিরিজের পুরস্কার পায় ‘পঞ্চায়েত’।