ফিরে দেখা ২০২৩
বছর জুড়ে আলোচনায় ছিল যেসব ওয়েব সিরিজ-ফিল্ম
বাংলাদেশে দর্শকরা ঝুঁকেছেন অনলাইন স্ট্রিমিংয়ের দুনিয়ায়। বছর জুড়ে আলোচনায় ছিল দেশের নানা ওয়েব ফিল্ম ও ওয়েব সিরিজ। ২০২৩ সালের যেসব কনটেন্ট এনটিভি অনলাইনের চোখে প্রশংসা কুড়িয়েছে সেই তালিকা তৈরি করা হয়েছে।
মাইশেলফ অ্যালেন স্বপন
পরিচালক : শিহাব শাহীন
অভিনেতা : নাসিরউদ্দিন খান, রাফিয়াত রশিদ মিথিলা
প্ল্যাটফর্ম : চরকি
২০২৩ সালের শোবিজে আলোচিত চরিত্রের নাম অ্যালেন স্বপন। চলতি বছর এপ্রিলে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পায় ‘সিন্ডিকেট’ সিরিজটির স্পিন-অফ সিরিজ ‘মাইশেলফ অ্যালেন স্বপন’। গল্প রহস্য আর আবেদনময়ী রাফিয়াত রশিদ মিথিলাতে বাজিমাত করে এই সিরিজ। নাম ভূমিকায় নাসিরউদ্দিন খানের অসাধারণ অভিনয়ের প্রশংসার পাশাপাশি ‘বয়াম পাখি’ গানে মেতে ছিল নেট দুনিয়া।
মহানগর ২
পরিচালক : আশফাক নিপুণ
অভিনেতা : মোশাররফ করিম, আফসানা মিমি, ফজলুর রহমান বাবু, বৃন্দাবন দাস ও তানজিকা আমিন।
প্ল্যাটফর্ম : হইচই
আলোচিত ‘মহানগর’ সিরিজের দ্বিতীয় সিজনের অপেক্ষায় ছিলেন দর্শক। চলতি বছরের এপ্রিলে হইচইতে মুক্তি পাওয়া এই সিরিজ দর্শকদের হতাশ করেনি। বরাবরের মতই ওসি হারুন চরিত্রে মোশাররফ করিম আর গল্প বাঁক বদলে মুগ্ধ হয়েছেন দর্শক।
উনিশ ২০
পরিচালক : মিজানুর রহমান আরিয়ান
অভিনেতা : আরিফিন শুভ, আফসানা আরা বিন্দু, ইন্তেখাব দিনার, তানিয়া আহমেদ ও হাসান মাসুদ।
প্ল্যাটফর্ম : চরকি
ভালোবাসা দিবসে প্রেমের গল্পে সঠিক বিচার করেছে ‘উনিশ ২০’। এক সময়ের আলোচিত জুটি ফিরেছেন এই ওয়েব ফিল্মে। আরিফিন শুভ ও আফসানা আরা বিন্দুর রোমান্সে বুধ হয়ে ছিলেন দর্শক।
সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি
পরিচালক : মোস্তফা সরয়ার ফারুকী
অভিনেতা : মোস্তফা সরয়ার ফারুকী, নুসরাত ইমরোজ তিশা, ডলি জহুর, মনোয়ার হোসেন ডিপজল, শরাফ আহমেদ জীবন প্রমুখ।
প্ল্যাটফর্ম : চরকি
তারকা দম্পতি তিশা-ফারুকী জীবনঘেঁষা গল্প ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’। যেখানে অভিজ্ঞতার আলোকে সমাজ ও রাষ্ট্রব্যবস্থার অন্ধকার দিকগুলো সুনিপুণভাবে তুলে ধরেছেন ফারুকী।
এছাড়াও দর্শকদের পছন্দের তালিকায় ছিল
ফ্রাইডে (বিঞ্জ), আমি কী তুমি (আইস্ক্রিন), গুটি (চরকি), অগোচরা (বিঞ্জ), ইন্টার্নশিপ (চরকি), মোবারকনামা (হইচই)