একাধিক পদে নিয়োগ দেবে চট্টগ্রাম সিটি করপোরেশন
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন। চট্টগ্রাম সিটি করপোরেশনে ৪৮টি পদে নিয়োগ দেওয়া হবে। পদগুলোতে নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এমবিবিএস/ স্নাতক অথবা সমমান পাস প্রার্থীরা বিভিন্ন পদের জন্য আবেদন করতে পারবেন। কিছু কিছু পদের জন্য কম্পিউটার চালনায় দক্ষতা এবং ওই পদের জন্য কাজের অভিজ্ঞতা প্রয়োজন। ১৮ থেকে অনূর্ধ্ব-৩০ বছর পর্যন্ত আবেদন করা যাবে।
বেতন স্কেল
বিভিন্ন পদের জন্য জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী বেতন-ভাতা দেওয়া হবে।
আবেদনের নিয়ম
আগ্রহী প্রার্থীদের লিখিত জীবনবৃত্তান্ত ‘চট্টগ্রাম সিটি করপোরেশনের সচিবালয় বিভাগের সংস্থাপন শাখায় (৪র্থ তলায়)’ জমা দিতে হবে।
আবেদনের সময়সীমা
আবেদন করা যাবে ৫ মার্চ, ২০২০ পর্যন্ত।
সূত্র : চট্টগ্রাম সিটি করপোরেশন (https://www.ccc.org.bd)