একাধিক পদে নিয়োগ দেবে সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশে ব্যাংকের দ্য সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন (বাংলাদেশ) লিমিটেড, গাজীপুর। ১৩টি পদে মোট ৩৪ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম
সহকারী, ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর, নিরাপত্তা সহকারী (মহিলা), নিরাপত্তা সহকারী (পুরুষ), টেকনিশিয়ান (পুর), টেকনিশিয়ান (মেকানিক্যাল ও ইলেকট্রিক্যাল), টেকনিশিয়ান (ইউটিলিটি), টেকনিশিয়ান (অফসেট প্লেট মেকিং), ডিস্ট্রিবিউটর, জুনিয়র টেকনিশিয়ান (অরিজিনেশন), জুনিয়র টেকনিশিয়ান (মেকানিক্যাল ও ইলেকট্রিক্যাল), জুনিয়র টেকনিশিয়ান (অফসেট প্লেট মেকিং) ও জুনিয়র কেয়ারটেকার।
পদসংখ্যা
মোট ৩৪ জনকে নিয়োগ দেওয়া হবে।
যোগ্যতা
স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে গ্রাফিক আর্টস বিষয়ে ডিপ্লোমা পাস/উচ্চ মাধ্যমিক/মাধ্যমিক বা সমমান পাস প্রার্থীরা বিভিন্ন পদের জন্য আবেদন করতে পারবেন। তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয়। কিছু কিছু পদের জন্য এক থেকে তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। ১৮ থেকে অনূর্ধ্ব-৩০ বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে। মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার সন্তান ও প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়স অনূর্ধ্ব-৩২ বছর।
বেতন
জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী বেতন-ভাতা দেওয়া হবে।
আবেদনের প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীকে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটের (www.erecruitment.bb.org.bd) মাধ্যমে আবেদন করতে হবে।
আবেদনের শেষ তারিখ
অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে ১৬ মার্চ, ২০২০ পর্যন্ত।
সূত্র : যুগান্তর, ২৮ ফেব্রুয়ারি, ২০২০ ও বাংলাদেশ ব্যাংক ওয়েবসাইট (www.bb.org.bd)।
বিস্তারিত বিজ্ঞপ্তিতে