নিয়োগ দেবে বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র (বিটাক)। ১৭টি পদে মোট ৩২ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন।
পদের নাম
যন্ত্র কৌশল, ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং, তড়িৎ কৌশল, মেকাট্রনিক্স, মেটালরজি, অ্যাসিস্ট্যান্ট মেইন্টেন্যান্স ইঞ্জিনিয়ার, সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, সিভিল), ইলেকট্রিক্যাল, জেনারেল মেকানিক্স, মেশিন টুলস অপারেটর, ওয়েল্ডিং, মেকানিক্যাল, ড্রাফটিং, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং, ইলেকট্রনিকস ।
পদসংখ্যা
১৭টি পদে সর্বমোট ৩২ জনকে নিয়োগ দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে স্নাতক অথবা সমমান পাস/উচ্চ মাধ্যমিক/মাধ্যমিক পাস প্রার্থীরা বিভিন্ন পদের জন্য আবেদন করতে পারবেন। কিছু কিছু পদের জন্য কম্পিউটার ও মাইক্রোসফট অফিসে দক্ষতা থাকতে হবে। ১৮ থেকে অনূর্ধ্ব-৩০ বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে।
বেতন স্কেল
জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী বেতন-ভাতা দেওয়া হবে।
আবেদনের নিয়ম
আগ্রহী প্রার্থীদের নির্ধারিত আবেদন ফরমে নিম্নোক্ত ঠিকানায় আবেদন করতে হবে।
ঠিকানা : মহাপরিচালক, বিটাক ১১৬(খ), তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৬।
আবেদন ফরম পাওয়া যাবে (www.bitac.gov.bd) এই ঠিকানায়।
আবেদন পাঠানোর শেষ তারিখ
২৬ মার্চ, ২০২০।
সূত্র : যুগান্তর, ২৮ ফেব্রুয়ারি, ২০২০।
বিস্তারিত বিজ্ঞপ্তিতে