প্রবাসীকল্যাণ ব্যাংকে অফিসার পদের এমসিকিউ পরীক্ষার সময়সূচি প্রকাশ
প্রবাসীকল্যাণ ব্যাংকে অফিসার (ক্যাশ) পদে নিয়োগের জন্য প্রবেশপত্র ডাউনলোড ও এমসিকিউ পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। ব্যাংকটিতে এ পদে মোট ৮৬ জনকে নিয়োগ দেওয়া হবে। অফিসার (ক্যাশ) পদে যে নিয়োগ বিজ্ঞপ্তি জারী করা হয়েছিল, তদবিপরীতে অনলাইনে প্রাপ্ত আবেদনকৃত প্রার্থীদের মধ্যে প্রথমিকভাবে যোগ্য বিবেচিত প্রার্থীদের এক ঘন্টার ১০০ নম্বরের বহুনির্বাচনী (এমসিকিউ) পরীক্ষা আগামী ২৫ সেপ্টেম্বর, শনিবার বিকেল ৩.০০টা থেকে ৪.০০ টা পর্যন্ত রাজধানীর ১৯টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে। মোঃ আজিজুল হক (মহাব্যবস্থাপক, বাংলাদেশ ব্যাংক ও সদস্য সচিব, বিএসসি) স্বাক্ষরিক এক বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইট (https://erecruitment.bb.org.bd) থেকে প্রবেশপত্র ডাউনলোড করা যাবে। পরীক্ষাকেন্দ্র ও প্রার্থীদের রোল নম্বরও দেখা যাবে এ ওয়েবসাইটে।
পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগে কেন্দ্রে উপস্থিত হতে হবে। প্রবেশপত্র ছাড়া কোনো প্রার্থীকে পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হবে না। পরীক্ষার হলে মুঠোফোন, স্মার্ট ওয়াচ, ইলেকট্রনিক ডিভাইস ও প্রবেশপত্রের একাধিক কপি বা কোনো অতিরিক্ত কাগজ নেওয়া যাবে না।