১১৯ জনকে নিয়োগ দেবে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা। বিশ্ববিদ্যালয়টিতে ২৮টি পদে মোট ১১৯ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন
পদের নাম
সহকারী অধ্যাপক (ভেটেরিনারি, ফিশারিজ অ্যান্ড ওশান সায়েন্সেস অনুষদ, অ্যাগ্রিকালচারাল ইকোনমিক্স অ্যান্ড অ্যাগ্রিবিজনেস স্ট্যাডিজ অনুষদ, অ্যাগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদ), প্রভাষক (ভেটেরিনারি, কৃষি অনুষদ, ফিশারিজ অ্যান্ড ওশান সায়েন্সেস অনুষদ, অ্যাগ্রিকালচারাল ইকোনমিক্স অ্যান্ড অ্যাগ্রিবিজনেস স্ট্যাডিজ অনুষদ, অ্যাগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদ), শাখা কর্মকর্তা, প্রশাস্নিক কর্মকর্তা, কম্পিউটার অপারেটর, ল্যাব টেকনিশিয়ান, অফিস সহকারী কাম কম্পিউটার টাইপিস্ট, ড্রাইভার, বাবুর্চি/ কুক, ফটোকপি মেশিন অপারেটর, ল্যাব অ্যাটেন্ডেন্ট,অফিস সহকারী, হল অ্যাটেন্ডেন্ট, সহকারী বাবুর্চি, ইলেকট্রিশিয়ান, গাড়ির হেলপার, মালি, নিরাপত্তা প্রহরী, পরিচ্ছন্নতা কর্মী।
পদসংখ্যা
২৮ পদে সর্বমোট ১১৯ জনকে নিয়োগ দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে স্নাতকোত্তর/ স্নাতক, উচ্চ মাধ্যমিক/মাধ্যমিক পাস প্রার্থীরা বিভিন্ন পদের জন্য আবেদন করতে পারবেন। কিছু কিছু পদে আবেদনের জন্য উচ্চতর ডিগ্রি থাকতে হবে।
বেতন স্কেল
জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী বেতন-ভাতা দেওয়া হবে।
আবেদনের নিয়ম
আগ্রহী প্রার্থীদের অনলাইনের (www.kau.edu.bd) মাধ্যমে আবেদনপত্র পূরণ করতে হবে।
আবেদনের সময়সীমা
অনলাইনের মাধ্যমে আবেদন ও ফি প্রদান শুরু হবে ৩ মার্চ, ২০২০ এবং শেষ হবে ২৮ মার্চ, ২০২০।
সূত্র : সমকাল, ২৫ ফেব্রুয়ারি, ২০২০।
বিস্তারিত বিজ্ঞপ্তিতে