২১৯ জনকে নিয়োগ দেবে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ। প্রতিষ্ঠানটিতে অস্থায়ী ভিত্তিতে সর্বমোট ২১৯ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদসংখ্যা
সর্বমোট ২১৯ জনকে নিয়োগ দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
স্বীকৃত যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে স্নাতক বা স্নাতকোত্তর/ এইচএসসি/এসএসসি বা সমমান পাস প্রার্থীরা বিভিন্ন পদের জন্য আবেদন করতে পারবেন। কিছু কিছু পদের জন্য কম্পিউটার চালনায় দক্ষতা এবং কয়েক বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। ১৮ থেকে অনূর্ধ্ব ৩০ বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে।
বেতন
বিভিন্ন পদের জন্য জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী বেতন-ভাতা প্রদান করা হবে।
আবেদনের নিয়ম
আগ্রহী প্রার্থীদের অনলাইনের (http://rajuk.teletalk.com.bd) মাধ্যমে আবেদন করতে হবে
আবেদনের সময়সীমা
আবেদনপত্র পূরণ ও ফি প্রদান শুরু হবে ৩ ডিসেম্বর, ২০২০ সকাল ১০টায় এবং শেষ হবে ২২ ডিসেম্বর, ২০২০ বিকেল ৫টায়।
সূত্র : বাংলাদেশ প্রতিদিন, ৩০ নভেম্বর, ২০২০।
বিস্তারিত বিজ্ঞপ্তিতে