৩২ জনকে নিয়োগ দেবে বিমান বাংলাদেশ এয়ারলাইনস
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। বিমান বাংলাদেশে ‘এয়ারক্রাফট মেকানিক (মেইনটেন্যান্স, কম্পোনেন্ট মেইনটেন্যান্স)’ পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন।
পদের নাম
এয়ারক্রাফট মেকানিক (মেইনটেন্যান্স, কম্পোনেন্ট মেইনটেন্যান্স)
পদসংখ্যা
মোট ৩২ জন
যোগ্যতা
প্রার্থীর সিএএবি/ইএএসএ পার্ট ১৪৭ অনুমোদিত বি১.১ (এয়ারক্রাফট টার্বাইন) অথবা বি২ ( এভিওনিক্স) কোর্স সম্পন্ন হতে হবে। এয়ারক্রাফট মেইনটেন্যান্স প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট কাজে এক বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এরোস্পেস অথবা এভিওনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা পাস হতে হবে। ন্যূনতম সিজিপিএ ৩.৬ থাকতে হবে।
বেতন
বেতন ১২৫০০-৩০২৩০/-টাকা
আবেদনের পদ্ধতি
আগ্রহী প্রার্থীদের (www.biman-arilines.com অথবা http://bbal.teletalk.com.bd) অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
আবেদনের সময়সীমা
আবেদন করা যাবে ২৬ ফেব্রুয়ারি, ২০২০ পর্যন্ত।
সূত্র : বিমান বাংলাদেশ এয়ারলাইনস ওয়েবসাইট
বিস্তারিত বিজ্ঞপ্তিতে