৩৭৬ জনকে নিয়োগ দেবে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত পদে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে বাংলাদেশি অবিবাহিত নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা হয়েছে। আগ্রহ ও যোগ্যতা থাকলে আপনিও আবেদন করতে পারেন।
পদের নাম
ফায়ারম্যান (পুরুষ)
নার্সিং অ্যাটেনডেন্ট (পুরুষ)
পদসংখ্য
ফায়ারম্যান (পুরুষ) পদে ৩৬৮ জনকে নিয়োগ দেওয়া হবে। নার্সিং অ্যাটেনডেন্ট (পুরুষ)পদে ০৮ জনকে নিয়োগ দেওয়া হবে।
যোগ্যতা
ফায়ারম্যান (পুরুষ) এবং নার্সিং অ্যাটেনডেন্ট (পুরুষ) পদের জন্য যেকোনো শিক্ষা বোর্ড হতে কমপক্ষে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অথবা উহার সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। শারীরিক যোগ্যতা ৫ ফুট ৪ ইঞ্চি নূন্যতম। বুক : ৩২ ইঞ্চি নূন্যতম। শারীরিক গঠন ক্রুটিমুক্ত হতে হবে।
বেতন স্কেল
দুটি পদের জন্য জাতীয় বেতন স্কেল, ২০১৫ অনুযায়ী বেতন দেওয়া হবে।
আবেদনের প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা অনলাইনে http://fscd.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদনের সময়সীমা
অনলাইনে আবেদন জমাদানের শেষ তারিখ ও সময় ২৩ ফেব্রুয়ারি ২০২০ বিকেল ৫টা।
সূত্র : http: www.fireservice.gov.bd
বিস্তারিত বিজ্ঞপ্তিতে