এইচএসসি পাসেই নিয়োগ দেবে পরিকল্পনা মন্ত্রণালয়
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পরিকল্পনা মন্ত্রণালয়। বিভিন্ন গণমাধ্যমে এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। দুটি পদে ২১ জনকে নিয়োগ দেওয়া হবে। যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারেন।
পদের নাম
অফিস সহাকারী কাম কম্পিউটার অপারেটর এবং অফিস সহায়ক।
পদসংখ্যা
দুটি পদে মোট ২১ জনকে নিয়োগ দেওয়া হবে।
যোগ্যতা
যেকোনো প্রতিষ্ঠান থেকে উচ্চমাধ্যমিক বা সমমানের শিক্ষাগত যোগ্যতা সহ মাধ্যমিক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। পূর্ববর্তী অভিজ্ঞতাধারী প্রার্থীরা অগ্রাধিকার পাবেন। ১ জানুয়ারি, ২০১৯ তারিখে প্রার্থীর বয়স ন্যূনতম ১৮ থেকে অনূর্ধ্ব ৩০ বছরের মধ্যে হতে হবে।
বেতন
জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী
অফিস সহাকারী কাম কম্পিউটার অপারেটরের বেতন ৯৩০০-২২৪৯০ টাকা এবং
অফিস সহায়কের বেতন ৮২৫০-২০০১০ টাকা।
আবেদনের পদ্ধতি
আগ্রহী প্রার্থীদের পরিকল্পনা মন্ত্রণালয়ের নির্দিষ্ট ফরমে আবেদন করতে হবে। আবেদন ফরম পাওয়া যাবে (www.imed.gov.bd) এই ঠিকানায়। ডাকযোগে আবেদন ফরম পাঠাতে হবে নিম্নোক্ত ঠিকানায়।
ঠিকানা : উপসচিব(প্রশসন), বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ, ব্লক-১১, কক্ষ-০৩, শেরে বাংলানগর, ঢাকা-১২০৭। এ ছাড়া আবেদনের সম্পূর্ণ প্রক্রিয়া বিজ্ঞপ্তিতে উল্লেখ করা আছে।
আবেদনের সময়সীমা
আবেদন করা যাবে আগামী ১২ ফেব্রুয়ারি, ২০১৯ বিকেল ৫টা পর্যন্ত।
সূত্র : দৈনিক সমকাল, ১৯ জানুয়ারি, ২০১৯।
বিস্তারিত বিজ্ঞপ্তিতে